শনিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালার লারমা স্কয়ারে ঘন্টাব্যাপী যানজট
দীঘিনালার লারমা স্কয়ারে ঘন্টাব্যাপী যানজট
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় সাপ্তাহিক হাটের দিন শনিবার হওয়ায় দীঘিনালা-সাজেক সড়কে দেখা দেয় তীব্র যানজট। শনিবার ২৫ সেপ্টেম্বর সকালে দীঘিনালা লারমা স্কয়ারে দেড় ঘণ্টার বেশি সময় যানজটে আটকে ছিলেন স্থানীয় বাসিন্দাসহ সাজেকগামী পর্যটকেরা।
দেখা গেছে, সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত মাইনী রিসোর্ট থেকে দীঘিনালা বনবিহার ও শ্বশান পোস্ট এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
স্থানীয়রাসহ পর্যটকবাহী জিপ গাড়িগুলো দেড় ঘণ্টার বেশি সময় ধরে রাস্তায় আটকে ছিল। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকরা। লারমা স্কয়ারে আটকে থাকা পর্যটকদের নির্দিষ্ট সময়ে সাজেক পৌঁছাতে দ্রুত যানজট নিরসনে কাজ করেন পুলিশ।
দীঘিনালা থানা-পুলিশের এসআই মো. তাইজুল ইসলাম বলেন, সাজেকগামী পর্যটকেরা যানজটে আটকে থাকার বিষয়টি জানতে পেরে দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসনে কাজ করায় নির্দিষ্ট সময়ে পর্যটকেরা সাজেক পৌঁছাতে পারবেন।
খাগড়াছড়িতে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক মহিলা কাউন্সিল সম্পন্ন
খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয় মহিলা পার্টি জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী কার্যালয়ে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিল শুরু হওয়ার আগে আগত জাতীয় পার্টির নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলার জাতীয় পার্টির আহবায়ক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটিv সদস্য ইঞ্জি. মো. খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য মিস মিথিলা রেয়াজা , ইঞ্জি. বাবু কেশব লাল দে । এছাড়াও জাতীয় পার্টি জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীসহ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক কাউন্সিলে শ্রাবণী চাকমাকে সভানেত্রী, কামরুন্নাহারকে সেক্রেটারি ও সমিতা বর্মনকে সাংগঠনিক সম্পাদিকা করে ১০১ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।