রবিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় খাগড়াছড়িতে ট্রাক্টর চালকসহ আহত-৬
পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় খাগড়াছড়িতে ট্রাক্টর চালকসহ আহত-৬
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাক্টর চালকসহ ৬জন আহত হয়েছে।
আজ রবিবার ২৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ৯টার দিকে জেলা সদরের আলুটিলা জিরোমাইল ২০নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়িগামী পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ট্রাক্টরকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মো. বাদশা(২০) ও মো. রহমান আলী(২১) গুরুতর আহত হয়। আহতরা উভয়ে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ভূয়াছড়ি এলাকার।
এছাড়াও অন্তত আরো ৫/৬জন আহত হয়েছে। তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
পরে তাদেরকে পুলিশ ও সেনাবাহিনী এবং স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর ২জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খাগড়াছড়ি পরিবহণ সেক্টরে নৈরাজ্যে ৭২ঘন্টার আল্টিমেটাম
খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে গ্রীন লাইন নিয়ে নানা র্তক-বির্তক ও পরিবহণ সেক্টরে নতুন অস্থিরতা ও নৈরাজ্যের আভাসে প্রশাপ্রশাসনকে ৭২ঘন্টার সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দিয়েছে
জেলা পরিবহণ মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
আজ রবিবার ২৬ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসন, বিআরটিএ, পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবহণ মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ সময় কাঠ-খড় পুড়িয়ে শান্তি পরিবহণ ও শান্তি এক্সপ্রেস যাত্রী সেবায় চালু করা হলেও লাভের মুখ দেখেনি। এরই বিপরীতে গ্রীন সার্ভিস এসি চালুর নামে নানা অনিয়ম ও সমন্বয়হীনতার কথা উল্লেখ করে নেতৃবৃন্দরা আরটিসি সভায় তা অনুমোদন দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত স্থগিতে প্রশাসনকে ৭২ঘন্টার সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দেন সংগঠনটি। অন্যথায় পরিবহণ সেক্টরে নতুন অস্থিরতার আশঙ্কা প্রকাশ করে পরিবহণ চলাচল বন্ধের ঘোষনা দেন তারা। একই সাথে ৭২ঘন্টার মধ্যে দাবী না মানলে পবিহরণ ধর্মঘট, অবরোধের ইঙ্গিত দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবহণ মালিক শ্রমিক সমন্বয় পরিষদ নেতারা।
এ সময় খাগড়াছড়ি সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি মাহাবুব-উল-আলম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবহণ মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব মো. ইউনুছ মিঞা, ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের সভাপতি মো. আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন,খাগড়াছড়ি সড়ক পরিবহণ চালক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মধু সুদন দেবনাথ,খাগড়াছড়ি সড়ক পরিবহণ জীপ মালিক সমিতির সভাপতি মো. আব্দুল আজিম, সাধারণ সম্পাদক পরিমল দেবনাথসহ সকল পরিবহণ সেক্টরের নেতৃবৃন্দ।