সোমবার ● ২৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » আফগানিস্তানে সংখ্যালঘুদের রক্ষায় বিশ্ব নেতাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোদীর আহ্বান
আফগানিস্তানে সংখ্যালঘুদের রক্ষায় বিশ্ব নেতাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোদীর আহ্বান
শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আফগানিস্তানকে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিস্তারে যেন ব্যবহার না করা হয়I এছাড়াও, তিনি দেশটির মহিলা ও শিশুসহ সংখ্যালঘুদের সহায়তার জন্যবিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা সেখানে ২০ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে, তালিবান গোষ্ঠী আগস্ট মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করেI ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের আল কায়দার সন্ত্রাসী হামলার পর, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানে অভিযান শুরু করেছিল।
মোদী বলেন, “এটা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসবাদ ছড়ানো বা অব্যাহত সন্ত্রাসী হামলার জন্য ব্যবহার করা হবে না”।
দৃশ্যত, আফগানিস্তান ও ভারতের মাঝখানেথাকা,পাকিস্তানকে উদ্দেশ্য করে মোদী বলেন, ” আমাদেরকে আরো হুশিয়ার থাকতে হবে যে, কোনো দেশ যেন আফগানিস্তানের এই নাজুক পরিস্থিতিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে তাদের নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে না পারে”।
তালিবানের সাম্প্রতিক বিবৃতি যে নারী ও মেয়েদের ওপর থেকে তারা নিষেধাজ্ঞা শিথিল করবে, তা সত্ত্বেও রাজধানী কাবুল দখলের পর তারা নারীদের অধিকার খর্ব করছে এমন লক্ষণ দেখা দেওয়ায়, মোদী আফগানিস্তানের মহিলাদের সুরক্ষার আবেদন জানান ১৯৯৬-২০০১ সালে পূর্ববর্তী তালিবানের শাসনামলে নারীদের সাধারণ সমাজে মেলামেশা নিষিদ্ধ করা হয়েছিল ।
ভারত, কাশ্মীর ও ভারত মহাসাগরে চীনের প্রভাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদী, মহাসাগরগুলোকে “সম্প্রসারণ ও বর্জনের প্রতিযোগিতা” থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।