বুধবার ● ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » সর্পদংশনে মিরসরাইয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
সর্পদংশনে মিরসরাইয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সর্পদংশনে আব্দুল আজিজ (৫০) নামে সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
আজ ২৯ সেপ্টেম্বর বুধবার বেলা এগারোটা দিকে উপজেলার ধুম ইউনিয়নের মধ্যম নাহেরপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
সর্পদংশনে নিহত আজিজ মেম্বার ঐ এলাকার লালের বাপের বাড়ীর মৃত রবিউল হোসেনের পুত্র ও ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ২ সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ সকালে বাড়ীর পাশে খড় কাটার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে স্থানীয়রা উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখানে তারা ভর্তি না করলে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তাননগর নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নেওয়ার পথে দুপুর সাড়ে বারোটা দিকে সে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম সাবেক মেম্বার আজিজ এর সর্পদংশনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের ভ্যাকসিন, প্রতিষেধক বা সঠিক চিকিৎসা থাকলে এভাবে কাউকে সহজে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতোনা বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।