বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের স্কুল থেকে দুই বোন নিখোঁজ
রাউজানের স্কুল থেকে দুই বোন নিখোঁজ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শীল পাড়ার প্রবাসী মিন্টু শীলের দুই কন্যা স্কুল থেকে নিখোঁজ হয়েছেন। গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঘর থেকে স্কুলে যায় তারা। স্থানীয়রা জানান, ডাবুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী নিঝুম শীল (১৬) স্কুলে যাওয়ার সময় তার প্রতিবন্ধি ছোট বোন ঋতিকা শীল (৮) কে নিয়ে যায়। গত আট মাস পূর্বে তাদের মা নমিতা শীল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তাদের বাবা মিন্টু শীল সৌদি আরব প্রবাসী।
জানা যায়, নিঝুম শীল ও ঋতিকা শীল বিকালে পষর্ন্ত স্কুল থেকে ঘরে ফিরে না আসায় গতকাল ২৯ সেপ্টের এ ব্যাপারে তাদের কাকা ঝন্টু শীল বাদী হয়ে নিখোঁজ ডায়েরী করেন রাউজান থানায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার মিটু শীল বলেন, নিখোঁজ দুই বোনের মাতার মৃত্যুর পর তাদের দেখা শুনা করতে তাদের কাকার পরিবার। নিঝুম শীল ও ঋতিকা শীলের পিতা মিন্টু শীলও প্রবাসে রয়েছে। তিনি জানান, নিখোঁজের পর থেকে তার কাকার পরিবার, আত্বীয় স্বজন ও বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে তাদের কোন হদিস পায়নি।
সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত
রাউজান :: চট্টগ্রামের রাউজানের এক প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর বুধবার বিকালের দিকে কাপ্তাই-সড়কের উপজেলার মাইজ্যামিয়ার ঘাটা নামক স্থানে এই মর্মান্তিক দুঘর্টনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী প্রবাসী মো: মোরশেদ আলম মৃত্যু হয়। সেই উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরদের সূত্রে, প্রবাসী মো. মোরশেদ মোটরসাইকেল চালিয়ে শহর থেকে আসার সময় রাউজান উপজেলার মাইজ্জেমিয়ার ঘাটার অদুরে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় তার বন্ধু তৌহিদুল আলম সুমন।
জানা যায়, নিহত প্রবাসী ও আহত দুই জনের বাড়ি উপজেলার ১৪ নং বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে।
এ বিষয়ে, রাউজান থানার ওসি)আবদুল্লাহ আল হারুন বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।