বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিশ্ব পর্যটন দিবসে মেঘের রাজ্য ডিমপাহাড়ে জমকালো আয়োজন
বিশ্ব পর্যটন দিবসে মেঘের রাজ্য ডিমপাহাড়ে জমকালো আয়োজন
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বিশ্ব পর্যটন দিবস-২০২১ উপলক্ষে আলীকদমে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ডিম পাহাড়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে তিন গত ২৭ সেপ্টেম্বর বান্দরবান সদর থেকে ১৬০ কিলোমিটার পথ বাই সাইকেলে পদক্ষিন, ডিম পাহাড়ের জামায়েত, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।
এ উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর বিশ জন সাইক্লিষ্ট বান্দরবান সদর থেকে সাইকেলযেগে রুমা, রোয়াংছড়ি ও থানচি হয়ে মেঘের রাজ্য ডিম পাহাড়ে সমবেত হন। পরে আলীকদম উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মার্মা, ত্রিপুরা, ম্রো ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য উপভোগ করেন। এসময় গোটা ডিম পাহাড় উৎসবে মেতে উঠে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দবরান পার্বত্য জেলা পরিষদের সদস্য ধুংড়ি মার্মা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্র জেলা পরিষদের সিঅং খুমি, আলীকদম থানার অফিসার্স ইনচার্জ মো. নাছির উদ্দিন, বাংলাদেশ এ্যাডভেনচার ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মশিউর রহমান, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন, ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রাহমান, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মারমা, ৪নং কুরুক পাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো প্রমূখ।
আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমরঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন বিগত ২০১৭ সালের পর থেকে আলীকদমে পর্যটকদের আনাগোনা বেড়েছে। এর প্রেক্ষিতে আলীকদমে ভাল মানের বেশ কিছু হোটেল রিসোর্ট নির্মান হলেও কিছু কিছু সীমাবদ্ধতার কারণে পর্যটকরা অবাদে চলাফেরা করতে পারেনা। পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে পর্যটকদের আনাগোনা বাড়বে। সেই সাথে পর্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনদের কৃষ্টি ও সাংস্কৃতি সারাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। পাশাপশি স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।