বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি পৌরসভার বাজেট ঘোষনা
খাগড়াছড়ি পৌরসভার বাজেট ঘোষনা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পৌরসভার ২০২১/২২২২ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খাগড়াছড়ি পৌর হল রুমে এই বাজেট ঘোষনা করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
২০২১/২২২২ অর্থ বছরের বাজেটে রাজস্ব, উন্নয়ন ও মূলধন খাতে মোট আয় ধরা হয়েছে ৬৬কোটি ৯লক্ষ ৭৮হাজার ৯’শ ৮৮টাকা। রাজস্ব, উন্নয়ন ও মূলধন খাতে মোট ব্যয় ধরা হয়েছে ৫২কোটি ৮০লক্ষ ৩৩হাজার ৬’শ ৯৯টাকা। স্থিতি ধরা হয়েছে ১৩কোটি ২৯লক্ষ ৪৫হাজার ২’শ ৮৯টাকা।
খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, তবে এ বাজেট খাগড়াছড়ি পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা গঠন ও পৌরবাসীদের কল্যাণের দিক গুরুত্ব দেয়া হয়েছে ।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব পারভীন আক্তার খোন্দকার, কাউন্সিলরবৃন্দসহ নগর পরিচালনা কমিটির সদস্যগন।
খাগড়াছড়িতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন
খাগড়াছড়ি :: খাগড়াছড়িতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায় ১ম সংশোধনী) শীর্ষক প্রকল্পের জিওবি আওতায় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।
বক্তব্য রাখেন, সদর উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) পিয়াস চন্দ্র দাস, ডা: উনুচিং মারমা, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল ও কলেজে অধ্যক্ষ হাবিবুর রহমান।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষার কোন কোন বিকল্প নেই। নারীরা শিক্ষিত হলে এবং আত্মনির্ভরশীল হলে যৌতুক,বাল্যবিবাহ এবং নির্যাতনের শিকার হবে না।
এছাড়া অনুষ্ঠানে শিশু নারী ও শিশুর অধিকার,জন্মনিবন্ধন, নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা, জেন্ডার সমতা, ইভটিজিং, মাদকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক,ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরু, ইমাম, ভান্তে, পুরোহিত, হেডম্যান-কারবারী, তৃণমূলের জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান, মেম্বার, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ ৪৫জন অংশগ্রহণ করেন।