রবিবার ● ১৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে প্রতিবন্ধীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান
রাঙামাটিতে প্রতিবন্ধীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান
ষ্টাফ রিপোর্টার :: (১৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় দুপুর ১.১০মিঃ) প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও আমাদের সমাজের অংশ, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতার প্রচেষ্টার কারণে আমাদের দেশের প্রতিবন্ধীরা বিশ্বের অন্য সব দেশের প্রতিবন্ধীদের চাইতে এগিয়ে আছে তারা ক্রীড়া, সাংস্কৃতি, তথ্য ও প্রযুক্তিতে দেশের সুনাম কুড়িয়ে আনতে সক্ষম ৷
তিনি আরো বলেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রটি একার কারো নয়,এই প্রতিষ্ঠান রাঙামাটিবাসি সকলের,এই প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্র নিয়ে যে কেউ ষড়যন্ত্র করলে তাদের সেসব কুচক্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আমাদের সবাইকে প্রতিহত করতে হবে ৷
এসব কথা বলেছেন প্রতিবন্ধীদের উপবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলার সমাজ কল্যাণ বিষয়ক কমিটির আহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা ৷
১৩ মার্চ রবিবার রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের তত্বত্তাবধানে রাঙামাটি জেলা সমাজ কল্যাণের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান করা হয় ৷
প্রতিবন্ধীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দীন বাবুল ৷
প্রতিবন্ধীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীন সাংবাদিক এবং রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সভাপতি এ.কে.এম মকছুদ আহমেদ ৷
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সমাজ সেবা অফিসের লতিকা চাকমা, গন্যমান্য ব্যক্তিবর্গ,উপবৃত্তির চেক প্রাপ্ত প্রতিবন্ধীদের অভিবাবক ও রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের ছাত্র/ছাত্রী,শিৰক ও শিৰিকা প্রমুখ ৷
রাঙামাটি জেলা সমাজ সেবা অফিসের পৰ থেকে রাঙামাটি সরকারী কলেজে স্নাতক পর্যায়ের ১জন প্রতি মাসে ১,০০০/= টাকা করে,রাঙামাটি মহিলা কলেজে এইচ.এস.সি পর্যায়ের ১জন প্রতিমাসে ৬,০০/= টাকা করে,মাধ্যমিক পর্যায়ে ১৪ জন ৪,৫০/= করে ও প্রাথমিক পর্যায়ের ৩৬ জনকে মাসিক ৩,০০/= টাকা করে প্রতিবন্ধীদের মাঝে উপবৃত্তি প্রদান করে আসছে ৷
প্রতিবন্ধীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে বিগত ৬ মাসের উপবৃত্তির চেক প্রদান করা হয় ৷
প্রতিবন্ধীদের মাঝে উপবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নুরুল আফসার ৷