বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ‘‘আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান প্রামানিক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম,যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমীন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ প্রমূখ।
বক্তারা বলেন, আগে কন্যাশিশু জন্ম দেওয়ার জন্য নারীদের অনেক নির্যাতনের শিক্ষার হতে হতো। এখন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। কন্যাশিশুরা শিক্ষিত হলে মাথা উচু করে দাঁড়াতে পারবে। সেই সাথে আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভূমিকা রাখবে।