রবিবার ● ১৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » জাতীয় » রাষ্ট্রপতি অাগমনে সর্বশেষ প্রস্তুতি পরির্দশনে ফজলে করিম চৌধুরী এম.পি
রাষ্ট্রপতি অাগমনে সর্বশেষ প্রস্তুতি পরির্দশনে ফজলে করিম চৌধুরী এম.পি
রাউজান প্রতিনিধি :: (১৩ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪০মিঃ)চট্রগ্রাম চুয়েটে রাষ্ট্রপতি অাগমনে সমাবর্তনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনের জন্য অাজ ১৩ মার্চ রবিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম-৬ রাউজান আসনের সংসদ সদস্য এ.বি.এম. ফজলে করিম চৌধুরী।
পরিদর্শনকালে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সদয় সম্মতি প্রদান করেছেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট প্রকৌশল শিক্ষাবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। আরো বক্তব্য রাখবেন চুয়েট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। মঞ্চে আরো উপবিষ্ট থাকবেন চুয়েট বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: হযরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. আশুতোষ সাহা, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহববুবুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মোস্তাফা কামাল এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক উজ-জামান চৌধুরী। ১৬/১০/২০১২ থেকে ২৯/০২/২০১৬ তারিখের মধ্যে চুয়েট বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী সকল শিক্ষার্থী এ সমাবর্তনে অংশগ্রহন করবে।
এছাড়াও দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি, সংসদ সদস্য, রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের উর্দ্ধতন আমন্ত্রিত অতিথিসহ সর্বমোট প্রায় ৩০০০ হাজার অতিথি উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।