সোমবার ● ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি প্রশাসনের সভা
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি প্রশাসনের সভা
গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আজ ৪ অক্টোবর সোমবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের হল রুমে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো.কামাল হোসেন। সভায় বক্তব্য রাখেন এন এস আই উপ পরিচালক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা , প্রেস ক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, চার উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমুখ । বক্তারা ঝালকাঠি জেলায় দর্শনার্থীদের আসা যাওয়া সহ মোট ১৬৯টি পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, এবার শারদীয় দূর্গা পূজায় স্বাস্থবিধি মেনে শত-ভাগ মাক্স পরিধান করতে হবে এবং সকল পূজা মন্ডপ পরিচালনা পর্ষদ কে তাদের ভিতর বিভাজন পরিহার করে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের সাথে সাথে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী দ্বারা সহযোগিতা করা ও মন্ডপ এলাকায় সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দেন।
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা বন্ধ ঘোষণা
ঝালকাঠি :: মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২১ উপলক্ষ্যে ঝালকাঠির জেলায় সুগন্ধা ও বিষখালী নদীতে আজ থেকে ইলিশ মাছ ধরা বন্ধ রয়েছে। প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে,যা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত টানা ২২দিন বলবৎ থাকবে। এ সময়ে ইলিশ মাছ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ বা বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করা হয়েছে। ট্রলার নিয়ে নদীতে নদীতে টহল দেয়া হচ্ছে। নজরদারীতে রাখা হয়েছে শহর-বন্দর-গ্রামের বিভিন্ন হাটবাজার। ভ্রাম্যমান আদালত পরিচালনারও ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তারা রিপন কান্তি ঘোষ জানান, আজ ৪ অক্টোবর থেকে ২৬অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ইলিশ আহরণ,পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইলিশ ধরা বন্ধ থাকায় জেলেদের কোন সমস্যা হবেনা। জেলেদের জন্য সরকার ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান কারবে। এসময় ইলিশ ধরা বন্ধ থাকলে আগামীতে তারা এর সুফল জেলেরা পাবে।