সোমবার ● ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাট পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড় ঝাঁপ
ঘোড়াঘাট পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের দৌড় ঝাঁপ
ঘোড়াঘাট প্রতিনিধি :: আসছে আগামী ২ নভেম্বর দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচন। এবারের নির্বাচন ইভিএম- এর মাধ্যমে অনুূিষ্ঠত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক।
নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছে বিশেষ করে আওয়ামীলীগ প্রার্থীরা। বিনএনপি দলীয়ভাবে নির্বাচনে যাবে না মর্মে বিএনপি ও জামায়াত পরিচিত প্রার্থীরা যে যার মত নির্বাচনের প্রস্তুতি গ্রহন করে মাঠ চষে বেড়াচ্ছে। এবার এখন পর্যন্ত ঘোড়াঘাট পৌর নির্বাচনে ৯ জন প্রার্থী মাঠে থাকলেও ইতোমধ্যে গত রবিবার জেলা আওয়ামীলীগ দলীয় সভায় ৩ জনের তালিকা কেন্দ্রে প্রেরণ করেছে। এতে করে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী ৩ জন বাদ গিয়ে সব দল মিলে মাঠে থাকছে ৬ জন।
নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন পেতে দৌড় ঝাঁপ শুরু করেছিল পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল। গত নির্বাচনে রিজার্ভ ভোট সহ নতুন ভোটারদের ভোট পেতে তিনি আপ্রাণ চেষ্টা করছেন। পাশাপাশি পৌর আওয়ামীলীগের সদস্য আব্দুর রহিম ও উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক রবিউল ইসলাম তাদের দলীয় কার্যক্রমে ব্যাপক অংশ গ্রহণকে পুঁজি করে তারাও দলীয় নৌকা প্রতীক পাওয়ার আশায় তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও নির্বাচনে নৌকা মনোনয়ন পেতে দৌড় ঝাঁপ করছেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মুরাদ মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সদস্য বিপুল চন্দ্র সরকার ও পৌর মহিলা যুবলীগের সভানেত্রী নিলুফা জাহান লায়লা। তবে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক যেই পাবে তার পিছনেই কাজ করবে এমন অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একই মঞ্চে দাড়িয়ে সম্প্রতি বিভিন্ন লেখালেখিও করছেন।
অপর দিকে বিএনপি যেহেতু দলীয় ভাবে নির্বাচনে অংশ গ্রহণ করছে না, সেখানে ২ জনকেই মাঠে থাকার আশ্বাস পাওয়া যাচ্ছে। বর্তমান ঘোড়াঘাট পৌসভার ২য় বারের নির্বাচিত মেয়র পৌর বিএনপি’র সভাপতি আব্দুস ছাত্তার মিলন ও গত ২ বারের নিকটতম পরাজিত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপি’র সহ সভাপতি আবুল কালাম আজাদ। অন্য দিকে জামায়াতে ইসলামী ঘোড়াঘাট পৌর শাখার সাবেক আমীর প্রভাষক আব্দুল মান্নান সরকার গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এবারও একইভাবে নির্বাচন করবেন বলে তিনি জানিয়েছেন। তবে আগামী নির্বাচনে জাতীয় পার্টির কোন প্রার্থীর খোঁজ মিলেনি।
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ব্যপারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেল পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা জানান, গত শনিবার তারা সমঝোতার চেষ্টা করে না হওয়ায় রবিবার জেলা আওয়ামীলীগের সভায় ৩ জনের নাম কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। কেন্দ্র যাকে নমিনেশন দিবে তিনিই আওয়ামীলীগের নৌকা প্রার্থী হিসেবে মনোনীত হবেন।