মঙ্গলবার ● ৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জীবন সংগ্রামের স্বীকৃতি পেল তিন নারী
রাউজানে জীবন সংগ্রামের স্বীকৃতি পেল তিন নারী
আমির, হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে জীবন সংগ্রামের স্বীকৃতি পেল তিন নারী জয়িতা।
জানা যায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে রাউজান উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ২০২০ সালে ৩জন সংগ্রামী নারীকে জয়িতা স্বীকৃতি দিয়েছেন। তারা হলেন, জান্নাতুল ফেরদৌস ডলি, ফিরোজা বেগম ও ডলি আক্তার। সমাজ উন্নয়ন ও ছাত্র জীবনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে সক্রিয় রাজনীতি-সরকারি ও নিজ অর্থায়নে এলাকার দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করে দেওয়ায় জান্নাতুল ফেরদৌস ডলিকে জয়িতা নির্বাচিত করেন। তিনি রাউজান পৌরসভার ৭. ৮ ও ৯নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে জয়িতা স্বকৃতি পান ফিরোজা বেগম। এসএসসি পাশ করা ফিরোজার বিয়ের পর অদ্যম্য প্রচেষ্টায় টিউশনি করে নিজের লেখা পড়া চালিয়ে তার স্বপ্ন পূরণ করার কঠিন সংগ্রাম চালাতে হয় তাকে। বর্তমানে বি.কম পাশ করে তিনি মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকতা পেশায় আছেন। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেছেন এবং নারী ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হন ডলি আক্তার। দরিদ্র পরিবারের ৬ষ্ঠ শ্রেণী পযর্ন্ত পড়ালেখা করার পর তার বিয়ে হয়। নেশাগ্রস্ত স্বামীর অত্যাচার ও নির্যাতন সহ্য করে একটি কন্য সন্তান জম্ম দেন তিনি। কন্যা সন্তান জম্ম দেওয়ার নানা অপবাদে তার স্বামী তাকে তালাক দেয়। এরপর একটি বিউটি পার্লারের কাজ নেন তিনি। বর্তমানে স্বচ্ছলতার সাথে জীবন যাপন করছেন তিনি।
রাউজানে এক ইউনিয়নে নৌকার মাঝি হতে চায় ৫ জন
রাউজান :: চট্টগ্রামের রাউজানে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের নৌকা প্রতিক পেতে জোড় লড়াই চলছে। তৃতীয় দফায় আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়য়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা জোড় লবিং চালিয়ে যাচ্ছেন উপজেলা পর্য়ায়ের ক্ষমতাসীন দলের র্শীষ নেতার কাছে। এদিকে উপজেলার ১০নং পূর্ব গুজরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদের বিপরীতে চেয়ারম্যান প্রার্থী হতে চায় আরও পাঁচ জন্য। তবে তারা নৌকা প্রতিক না পেলে নির্বাচন থেকে বিরত থাকবেন বলে জানান। আসন্ন এই নির্বাচনে নির্বাচন করতে চান বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, মো. রোসাঙ্গীর আলম, মাহামুদ হোসেন মাহামুদ, সাবেক ছাত্রনেতা মফজ্জল হোসেন, শেখ মজিবুর রহমান। বর্তমান চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ পূর্বগুজরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য প্রার্থী মো. রোসাঙ্গীর আলম উপজেলা আওয়ামীলীগের কার্যনিবার্হী কমিটির সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি। তিনি উচ্চ শিক্ষায় শিক্ষত বলে জানা গেছে। মাহামুদ হোসেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। মফজ্জল আহম্মদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক। তিনি একটি বেসরকারী ব্যাংকের ম্যানেজার হিসাবে কাজ করছেন, এছাড়াও তিনি রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাবেক নেতা ছিলেন। শেখ মুজিবুর রহমান ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক বলে জানা গেছে।