বুধবার ● ৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: চলন্ত ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপ প্রতিরোধে ট্রেনযাত্রী ও জনগণকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাইবান্ধা রেলস্টেশন এলাকায় ট্রেনযাত্রী ও আশপাশের এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন লালমনিরহাট রেল ডিভিশনের বিভাগীয় ম্যানেজার শাহ্ সূফী নূর মোহাম্মদ।
এসময় নূর মোহাম্মদ বলেন, রেল ওয়েতে পাথর নিক্ষেপ অনেকে খেলার ছলে ছুড়ে থাকে। যে কারনেই পাথর নিক্ষেপ করুক না কেন এর জন্য অনেক শক্ত আইন আছে। আমরা আজকে প্রচারণায় এসেছি। আমরা রেল স্টেশন, মসজিদ ও গণমাধ্যমসহ সবাইকে সম্পৃক্ত করেই একটা গণ প্রতিরোধ গড়ে তুলতে চাই। এরই অংশ হিসেবে আজ আমরা লালমনিরহাট রেল স্টেশন হতে বগুড়া স্টেশন পর্যন্ত প্রত্যেকটা স্টেশন, জনসমাগম স্থল, মসজিদ, স্কুল ও প্রত্যেকটা লেভেলক্রোসিং এলাকায় কাজ করছি।
তিনি আরও বলেন, ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে আমরা মাইক বাজিয়ে, ইস্টিকার লাগিয়ে এবং লিফলেট বিতরণ করে প্রচার করছি। এভাবে সাবাইকে সম্পৃক্ত করে গণসচেতনতার কার্যক্রম হাতে নিয়ে একটা প্রতিরোধ গড়ে তুলতে চাই। এই জনসচেতনতামূলক প্রচার অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এ সময় রেল বিভাগের উর্ধতন কর্মকর্তারা, গাইবান্ধা রেলস্টেশন মাস্টার, স্টেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও এলাকার সচেতন মানুষ উপস্থিত ছিলেন।