বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » জম্মের ৪৫ দিনের মধ্যে শতভাগ নিবন্ধন শেষ করতে হবে
জম্মের ৪৫ দিনের মধ্যে শতভাগ নিবন্ধন শেষ করতে হবে
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ অক্টোবর সকালে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা সম্মেলন কক্ষে। রাউজান উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পীযুষ প্রভা কর, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জাম, সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, পূর্বগুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সমবায় অফিসার মজিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান সহ ইউনিয়ন পরিষদের সচিবগন উপস্থিত ছিলেন।
সভায় নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, জম্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে লক্ষ মাত্রা পূরণ করতে হবে। কোন ইউপি সচিব এ নিবন্ধন কাজে গাফিলতি করলে তাদের ব্যাপারে অফিসিয়াল ভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জম্মনিবন্ধন খুবই জরুরী একটি বিষয়। সরকার সঠিক সময়ে নিবন্ধন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।
জম্মের ৪৫ দিনের মধ্যে শতভাগ নিবন্ধন শেষ করতে হবে। এসময় ইউপি সচিবগন শতভাগ নিবন্ধনের লক্ষ্য মাত্রা পুরণে কাজ করার আশ্বাস দেন।