বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারায় সেনাবাহিনীর কম্বল কারখানা স্থাপন
গুইমারায় সেনাবাহিনীর কম্বল কারখানা স্থাপন
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন স্থাপন করলো সম্ভাবনাময়ী কম্বল ফ্যাক্টরী।
আজ বৃহস্পতিবার ৭ অক্টোবর সকালে এ কম্বল ফ্যাক্টরীর উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন।
এসময় জি এস ও.টু.আই মেজর তাজুল ইসলামসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়াও শান্তি-সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে গুইমারা রিজিয়নের তত্তাবধানে সিন্দুকছড়ি জোন কর্তৃক জালিয়াপাড়া এলাকায় একটি জুতার কারখানা, লক্ষীছড়ি জোন কর্তৃক ক্ষুদ্র পোষাক কারখানা স্থাপন, মাটিরাঙ্গা জোন কর্তৃক খাদ্য উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, উৎপাদিত পণ্যসামগ্রী বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র জনসাধারনের মাঝে বিতরণ করা হচ্ছে। ফলে পাহাড় ও সমতলের জনগোষ্ঠী মানবিক সহায়তা প্রাপ্ত হচ্ছেন।
মাটিরাঙ্গায় ১৭৭দুস্থদের মাঝে সমাজ কল্যাণ পরিষদের নগদ আর্থ বিতরণ
খাগড়াছড়ি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জীবনমান উন্নয়নে উপজেলা সমাজ সেবা কার্যলয়ের আয়োজনে এককালীন নগদ আর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৭ অক্টোবর সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ বিতরণ অনুষ্ঠান হয়েছে।
মাটিরাঙ্গা পৌরসভাসহ ৭ইউনিয়নের ১৭৭অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সাড়ে ৩হাজার টাকা করে মোট ৬লক্ষ ১৯হাজার ৫০০টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অঃদ) হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্মকর্তা এস এম রাইয়ান আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক প্রমুখ
এসময় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা আসার পর থেকে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে সরকারের উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখার আহবান জানান তিনি।