শুক্রবার ● ৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে দুর্গাপূজার অনুদানের চেক বিতরণ
ঘোড়াঘাটে দুর্গাপূজার অনুদানের চেক বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সেমিনার কক্ষে ঘোড়াঘাট উপজেলা পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী মনোরঞ্জন শীল গোপাল মন্দির কমিটির সভাপতি সম্পাদকের হাতে ২৫ টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে ঘোড়াঘাট পুজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকারের সভাপতিত্বে ও ঘোড়াঘাট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হাসান কবির, দিনাজপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র চক্রবর্তী, রানীগঞ্জ মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিজন বিহারি সাহা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নিরুপ কুমার সাহা প্রমুখ।