রবিবার ● ১৩ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাইবান্ধায় একই রশিতে প্রেমিক যুগলের আত্মহত্যা
গাইবান্ধায় একই রশিতে প্রেমিক যুগলের আত্মহত্যা
রাজেশ বাসফোর,গাইবান্ধা প্রতিনিধি :: সারাজীবন একই সঙ্গে কাটানোর স্বপ্ন নিয়ে বেশ কিছুদিন ধরে প্রেম চলছিল প্রেমিক রোস্তম আলী খন্দকারের (১৭) সঙ্গে প্রেমিকা সুলতানা আকতার মুক্তির (১৫)৷ কিন্তু দারিদ্রতা আর পরিবারের লোকজন তাদের মেনে না নেওয়ায় রাতের অাঁধারে একসঙ্গে একই গাছে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তারা ৷
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর (জানপাড়া) গ্রামে রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে ৷
তারা হলেন, সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর ফকিরপাড়া গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে সাদুল্যাপুর ডিগ্রী কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্র রোস্তম আলী খন্দকার ও একই গ্রামের উকিল মিয়ার মেয়ে মহিষবান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুলতানা আকতার মুক্তি ৷
স্থানীয়রা জানান, রোস্তম আলী খন্দকারের সঙ্গে একই গ্রামের সুলতানা আকতার মুক্তির প্রেম চলছিল ৷ প্রেমের বিষয়টি জানাজানি হলে দু’জনের পরিবার তাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না ৷ এ কারণে ঘর বাঁধার স্বপ্নে কয়েকদিন আগে দু’জনে বাড়ি থেকে পালিয়ে যায় ৷ পরে শনিবার রাতে যে কোন সময় জানপাড়ার গ্রামের পুকুরের ধারে একটি গাছের ডালের সঙ্গে রশি ঝুঁলিয়ে একই রশিতে আত্মহত্যা করে তারা ৷ স্থানীয় লোকজন রবিবার সকালে দু’জনের লাশ ঝুলতে দেখে তাদের পরিবারকে জানায় ৷
এদিকে, একই সঙ্গে প্রেমিক যুগলের আত্মহত্যা খবর চারদিকে ছড়িয়ে পড়লে ঝুলন্ত লাশ দেখতে গাছের নিচে শতশত উত্সুক জনতা ভিড় করেন ৷ সেই সঙ্গে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন সরকার জানান, দু’জনের পরিবারে দরিদ্রতা রয়েছে ৷ কোন রকমে তারা লেখাপড়া চালিয়ে আসছিল ৷ এমন মৃত্যুর ঘটনা তিনি এরআগে দেখেননি ৷ এ ইউনিয়নে প্রেমিক যুগলের আত্মহত্যার ঘটনা এটাই প্রথম৷ ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে’৷
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রেমজনিত কারণেই তারা মনের ক্ষোভে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে ৷ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ৷ লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে’৷