শুক্রবার ● ৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই যাচ্ছেন : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই যাচ্ছেন : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ৫নং ভাইবোনছড়া ইউনিয়নের ৪টি গ্রামে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যে প্রায় ৪কোটি টাকার প্রকল্পের বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার ৮ অক্টোবর ২টা ৩০মিনিটের দিকে ছোটবাড়ী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয়।
ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়ী পাড়া, জোরমরম হেডম্যান পাড়া, নির্মল কার্বারি পাড়া ও সেগুনবান এলাকায় মোট ৪টি গ্রামের প্রায় ৫০০পরিবার বিদ্যুতের সুবিধা পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা।
অনুষ্ঠানে হেলাধুলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুণ বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সবার ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেই যাচ্ছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার এই এলাকায় বিদ্যুৎ দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি ও খাগড়াছড়ির তত্বাবধায়ক প্রকৌশলী পওস সার্কেল মো. কামাল হোসেন, ৩ পার্বত্য জেলার বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল কান্তি বড়ুয়া,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এড: আশুতোষ চাকমা ও খোকনেশ্বর ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা এবং কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য তাপস কুমার ত্রিপুরা প্রমুখ।