শনিবার ● ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে মাকে মারধোর করার অপরাধে পুত্র শ্রীঘরে
নবীগঞ্জে মাকে মারধোর করার অপরাধে পুত্র শ্রীঘরে
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে মাকে মারধোর করার অপরাধে পুত্র শ্রীঘরে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা প্রদান।
বাবা বেঁচে নেই, মা কাথা সেলাই করে সংসার চালায়। ছেলে কিছুই করে না। স্ত্রী রয়েছে। সংসারে বিভিন্ন বিষয়ে মাকে মারধোর, টাকা চেয়ে আবদার। ঘরের জিনিসপত্র ভাঙচুর, চাল দা দিয়ে কাঁটা থেকে বিভিন্ন ক্ষতি সাধন নিয়মিত কাজ। ইতোপূর্বে অভিযোগ ছিল, আজও মেরেছে রড পাইপ দিয়ে আঘাত শেষে দা নিয়ে আঘাত করতে উদ্যত অবস্থায় এলাকাবাসী নিবৃত রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসনকে খবর দেয় ৮ অক্টোবর রাত সাড়ে আটটার সময় তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীসহ মোবাইল কোর্ট পরিচালনা করার নিমিত্ত গেলে সমস্ত ঘটনা প্রমাণিত ও উদ্ঘাটিত হয়।
মা নিজে বিস্তর অভিযোগ করেন। আসামীর দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০এর ৩৫৫ ধারার অপরাধের দায়ে মিশন (২১), পিতা মৃত হোসেন মিয়া, সাং পূর্ব তিমিরপুর, নবীগঞ্জকে ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন প্রদানে সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যাগে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্টিত
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যাগে এবং লাইফ ষ্টাইল এর আয়াজনে ও হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের বান্তবায়নে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ৯ অক্টোবর শনিবার দুপুরে নবীঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্টিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহার পরিচালনায় এতে বক্তব্য রাখেন,হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা করিম উল্লা শিকদার,ডাঃ নির্মল কান্তি ঘোষ,ডাঃ আফজল হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাধারন সম্পাদক সেলিম তালুকদার,ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধরী,নহরপুর মাদ্রাসার সুপার মৌলানা আব্দুস সালাম,এনজিও প্রতিনিধি ছফিনা বেগম,মাওলানা আব্দুন নুর প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির,পল্লী চিকিৎসক সঞ্জয় ভট্টাচার্য্য, রাজীব ভট্টচার্য্য,মাওলানা মুজির উদ্দিন, ইমাম মোস্তকিম বিল্লাহ আতিকী,
ইমাম আব্দুল কাহহার, ইউপি সদস্য আবুল কালাম,মহিলা ইউপি সদস্য মায়ারুন আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
বক্তারা বলেন,প্রত্যেক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাদ্য তালিকায় বিধি মোতাবেক আমিষ,শর্করা,রঙ্গিন শাকসবজি,সবুজ ফলমুল রাখার পাশাপাশি খাবারে অতিরিক্ত লবন,জাংকফুডসহ অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত থাকতে হবে। এছাড়া স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামুলক প্রচার করতে উপস্থিত সাংবাদিক ও ধর্মীয় নের্তৃবৃন্দের প্রতি আহবান জানান।