রবিবার ● ১০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে স্কুলছাত্রীকে নিতে এসে ২ যুবক আটক
বিশ্বনাথে স্কুলছাত্রীকে নিতে এসে ২ যুবক আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে নিতে সিএনজিচালিত অটোরিকশাযোগে এসেছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার নতুন জীবনপুর গ্রামের ফুরকান মিয়ার ছেলে ইয়ামুল হক (১৮)।
এ সময় একই গ্রামের নুর উদ্দিন নামে এক সহযোগীসহ তিনি স্কুলছাত্রদের হাতে ধরা পড়েন।
শনিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্র জানায়, শনিবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সিএনজিচালিত অটোরিকশায় এসে দু’জন অপরিচিত যুবক ওই স্কুলছাত্রীর নাম ধরে তাকে খুঁজতে থাকে।
সন্দেহ হওয়ায় ছাত্ররা তাদের অফিস কক্ষে নিয়ে যায়। তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, স্কুলছাত্রীকে তারা নিয়ে যেতে এসেছে।
এ সময় ইয়ামুল হকের মুঠোফোন ঘেটে দেখা যায় ওই স্কুলছাত্রীর সাথে তার মন দেওয়া-নেওয়া চলছিল।
খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ফখরুল ইসলাম, স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জসিম উদ্দিন খান, সাবেক সদস্য জহিরুল ইসলাম, ইয়ামুল হকের ফুফাতো ভাই ইসলাম উদ্দিন ও ছাত্রীর অভিভাবকরা ঘটনাস্থলে উপস্থিত হন।
তাদের উপস্থিতিতে ওই দিন রাত ৮টার দিকে অভিযুক্ত দু’জনকে দশবার করে কান ধরে উঠবস করানো হয়। পরে মুচলেকা নিয়ে ইয়ামুলের ফুফাতো ভাই ইসলাম উদ্দিনের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ফখরুল ইসলাম বলেন, আমার উপস্থিতিতে মুচলেকা নিয়ে ওই দুই যুবককে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।
উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ আলী জানান, ওই দুই যুবক আমাদের বিদ্যালয় থেকে একজন ছাত্রীকে নিয়ে যেতে এসেছিল।
ছাত্ররা তাদের দু’জনকে আটক করে। যথাযথ প্রক্রিয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
উচ্চ রক্তচাপ বিষয়ে অবহিতকরণ সভা
বিশ্বনাথ :: বাংলাদেশে হার্টস প্যাকেজ বাস্তবায়নের প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে উচ্চ রক্তচাপ নির্ণয়, চিকিৎসা এবং ফলোআপ শক্তিশালী বিষয়ক এক অবহিতকরণ সভা সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১০ অক্টোবর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম।
শুরুতে মূল বিষয়ে আলোকপাত করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বিভাগীয় প্রধান (এপিডেমিওলজি এন্ড রিসার্চ) প্রফেসর ডা. সোহেল রেজা চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (বিশ্ব স্বাস্থ্য-২ শাখা) খন্দকার জাকির হোসেন, একই বিভাগের উপসচিব (বিশ্ব স্বাস্থ্য-১) মো. সাদেকুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ড. সৈয়দ মাহফুজুল হক প্রমুখ।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণার ভিজিট করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা উপস্থিত ছিলেন।