সোমবার ● ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » বাজারের সীমাহীন নৈরাজ্য মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে : সাইফুল হক
বাজারের সীমাহীন নৈরাজ্য মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাজারের সীমাহীন নৈরাজ্য কোটি কোটি সাধারণ মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। করোনা দূর্যোগের মারাত্মক অভিঘাতের মধ্যে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন আকাশচুম্বি মূল্যবৃদ্ধি মানুষের নিদারুন কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে। খাদ্যপণ্যের এই নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধির কারণে স্বল্পআয়ের লক্ষ লক্ষ পরিবারের দৈনিক খাদ্যগ্রহন কমে গেছে।বাজারের এই আগুন সাধারণ মানুষকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, চাল,ডাল,তেল,পিয়াজ,চিনিসহ জরুরী খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যৌক্তিক কোন কারণ না থাকলেও বাজার সিন্ডিকেট চরম স্বেচ্ছাচারী পন্থায় প্রায় প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে প্রতিদিন মানুষের পকেট থেকে শত শত কোটি টাকা বাড়তি হাতিয়ে নিচ্ছে।তিনি বলেন, বাজার মনিটরিং বলতে আসলে কার্যকরি কোন ব্যবস্থা নেই।যেটুকু যা আছে তা নিতান্তই প্রচারসর্বস্ব ও লোকদেখানো। তিনি বলেন, বাজার সিন্ডিকেটের সাথে সরকারের নানা অংশের অশুভ আঁতাতের কারণে এরা যা খুশী তাই করে চলেছে। অবস্থাদৃষ্টে মনে হয় এরা দেশের মানুষের পাশাপাশি সরকারকেও জিম্মি করে ফেলেছে। দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক ক্ষমতা না থাকায় সরকার এসব মুনাফাখোর সিন্ডিকেটের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারছেনা।
তিনি অনতিবিলম্বে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ, খাদ্যপণ্যের মূল্য কমিয়ে আনা, গ্রাম - শহরের শ্রমজীবী স্বল্প আয়ের মানুষদের জন্য রেশনিং পদ্ধতি চালু, টিসিবিকে সক্রিয় করা,খোলা বাজারে কমদামে খ্যদ্যশষ্য বিক্রিসহ জরুরী ব্যবস্থা গ্রহণ করে মানুষকে রক্ষায় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
একই সাথে তিনি দেশব্যাপী বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহবান জানান।
তিনি আজ বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক , আবুল কালাম, এপোলো জামালী ও জোনায়েত হোসেন।
সভায় পার্টির ঢাকা মহানগর কমিটির প্রতিনিধি সম্মেলনসহ সাংগঠনিক বিষয়াদি আলোচনা করা হয়।