সোমবার ● ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে ইভটিজিং করার দায়ে বখাটে যুবককে কারাদন্ড
নবীগঞ্জে ইভটিজিং করার দায়ে বখাটে যুবককে কারাদন্ড
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলায় ৩য় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে মিয়াদ মিয়া কে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
সূত্রে জানাযায়, ১১ সেপ্টেম্বর সোমবার সকাল দুপুরে উপজেলার রতপুর সরকারি প্রাইসারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করে দেবপাড়া ইউনিয়নের ঝিলকা গ্রামের গউস মিয়ার ছেলে মো. মিয়াদ মিয়া (২৫)। বিষয়টি তাৎক্ষনিকভাবে প্রশাসনকে অবগত করলে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ৬ মাসেে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এতে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশের এস আই লুৎফর রহমানসহ থানা পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বলেন, মিয়াদ মিয়া কে ২০০৯ এর ৭ (২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উপজেলায় ইভটিজিং রোধে সরকারী নির্দেশনা মোতাবেক কাজ করতে প্রশাসন বদ্ধ পরিকর।
নবীগঞ্জের কুশিয়ারা নদীতে উপজেলা প্রশাসনের অভিযান কারেন্ট জাল জব্দ,অপরাধীদের পলায়ন
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার সোমবার ১১ সেপ্টেম্বর বিকালে কুশিয়ারা নদীতে অভিযানে চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে উপজেলা প্রশাসন । এ সময় উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহারকারীরা পালিয়ে যায়।
প্রশাসন সূত্রে জানাযায়, নবীগঞ্জে উপজেলার সীমান্তবর্তী কুশিয়ারা নদীতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযান চালিয়ে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল আটক করে ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আসাদ উল্লাহ , আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন ইনাতগঞ্জ পুলিশ পাড়ির এস আই মো. শাহজাহান মিয়া ।
অভিযানের সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।