মঙ্গলবার ● ১২ অক্টোবর ২০২১
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
গাবতলীতে জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
বগুড়া প্রতিনিধি :: বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দীকি রিগ্যানের নিদের্শনায় জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদকের মাধ্যমে ভুূয়া ও জালিয়াতিমূলক ভোটার তালিকা প্রকাশে নানা অনিয়ম ও গাবতলী থানা ছাত্রদলের অবৈধভাবে বিতর্কিত সভাপতি প্রার্থী এম আর হাসান পলাশ ফকিরের প্রার্থীতা পদ বাতিলের দাবি এনে গাবতলী থানা ছাত্রদলের ৮প্রার্থী স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে লিখিত সংবাদ পাঠ করেন গাবতলী থানা ছাত্রদলের বৈধ সভাপতি প্রার্থী মোহতাছিন বিল্লাহ মুন। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী থানা ছাত্রদলের বৈধ সভাপতি প্রার্থী সাখাওয়াত হোসেন, বিপ্লব হাসান, আল আমিন, বৈধ সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদুল হাসান মোহন, মোঃ বিপ্লব মিয়া, শামিমুর রহমান আল আমিন, জাহিদ হাসান’সহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক ছাত্রদল নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে অভিযোগে উল্লেখ করা হয়েছে, জেলা ছাত্রদল কোন নির্বাচন কমিশন গঠন না করে অবৈধভাবে তফসিল ঘোষণা করে, একতরফাভাবে ভূয়া জালিয়াতিমূলক ভোটার তালিকা প্রকাশ করে, আর্থিক লেনদেনের মাধ্যমে অবৈধ প্রার্থীকে প্রার্থীতা ঘোষনা করে, বিভিন্ন ইউনিয়নে প্রকৃত ভোটারদের নাম ঠিক রেখে মোবাইল নম্বর ও ছবি পরিবর্তন করে ভূয়া ব্যক্তির নাম ও ছবি সংযুক্ত করে নিজেদের স্বার্থ হাসিল করে। ইউনিয়ন ছাত্রদলের কোন পদে থাকলে সেই ব্যক্তি গাবতলী থানা ছাত্রদলের প্রার্থী হতে পারবেন না এমনটায় নিদের্শনা দিয়েছিলেন কেন্দ্রীয়-বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ। এ নিদের্শনা মতে উপস্থিত ৮প্রার্থীই তাদের নিজ নিজ ইউনিয়নের ছাত্রদলের সদস্য পদ গ্রহন করেননি। তাহলে এমআর হাসান পলাশ ফকির নাড়–য়ামালা ইউনিয়ন ছাত্রদলের সদস্য পদ থাকা সত্ত্বেও সে কিভাবে গাবতলী থানা ছাত্রদলের সভাপতি পদে প্রাথী হতে পারেন? তবুও কিভাবে কোন অদৃষ্ট শক্তির বলে গাবতলী থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী পলাশ ফকিরের নাম ঘোষনা করায় ফুঁসে উঠেছে তৃনমুলের ছাত্র নেতৃবৃন্দরা। ভুয়া ভোটার তালিকা বাতিল এবং এমআর হাসান পলাশের সভাপতির প্রার্থীতা বাতিলের দাবী করে ৪৮ঘন্টার আল্টিমেটাম দেন ছাত্রদলের নেতৃবৃন্দ-অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়ার কথা জানানো হয়। এরআগে বিএনপির দলীয় কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন করার কথা ছিলো। কিন্তু পুলিশী বাঁধার মুখে তারা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।