বুধবার ● ১৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ছেলেকে খুন করেছে অভিযোগ মিথ্যা দাবি করলেন বাবা
ঝালকাঠিতে ছেলেকে খুন করেছে অভিযোগ মিথ্যা দাবি করলেন বাবা
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামে নিজ পুত্র সন্তানকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আমির হোসেন। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মলেনে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত আল আমিনের মা জয়নব বিবি, ভাই নিরু হাওলাদার ও নিকটাত্মীয় ইদ্রিস মোল্লা।
গত ৫ অক্টোবর ওবায়দুল হক নামে এক ব্যক্তি ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আল আমিন হত্যার দায়ে বাবা আমির হোসেনের বিচার দাবি করেন। ওই সংবাদ সম্মেলনের জবাব দিতে মঙ্গলবার পাল্টা সংবাদ সম্মেলন করেন আমির হোসেন।
আমির হোসেন লিখিত বক্তব্যে দাবি করেন, ওবায়দুল হকদের সঙ্গে পূর্ব থেকেই জমি জমা নিয়ে বিরোধ রয়েছে তাদের। ছেলে আল-আমিন খুন হওয়ার পরে বিপুল পরিমান অর্থ খরচ করে মামলায় আমার নাম অর্šÍভুক্ত করতে প্রতিপক্ষরা সক্ষম হয়। সংবাদ সম্মেলনে আমির হোসেন ছেলে হত্যার সুষ্ঠু বিচার এবং প্রতারক ওবায়দুল হকেরও শাস্তি দাবি করেন।
মামলার নথিপত্র ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম ওরফে আল আমিন (২০) গত ৩ জুলাই ২০০৯ তারিখে খুন হয়। এ ঘটনায় আল আমিনের বাবা আমির হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় পরেরদিন একই এলাকার হারুন অর রশিদ ও মন্টুসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার এসআই মিজানুর রহমান, নিহত আল আমিনের মোবাইল ফোনের সূত্র ধরে মোজাম্মেল হোসেন নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোজাম্মেল আদালতে স্বাীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। জবানবন্দীর ওপর ভিত্তি করে তদন্ত কর্মকর্তা নিহত আল-আমিনের বাবাসহ ৭ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বর্তমানে ঝালকাঠির অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে যুক্তি তর্ক উপস্থাপনের পর্যায় রয়েছে।
ঝালকাঠিতে মানুষিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপি সেমিনার
ঝালকাঠি:: ঝালকাঠি সদর হাসপাতালের সভাকক্ষে মঙ্গলবার, সকাল ১১টায় মানুষিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অসমতা বিশে^ র মানসিক স্বাস্থ্য বিষয়ে সেমিনারে ঝালকাঠি সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী সভাপতিত্ব করেন। মূলবিষয়ের উপরে মাল্টিমিডিয়া উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবুয়াল হাসান। অন্যদের মধ্যে সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডাঃ শরিফ ইকবাল ও বিশেষজ্ঞ ডাঃ মীর্জা মাহাবুবুর রহমান এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস বক্তব্য রাখেন। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য বিভাগের নন কমোনিক্যাবেল ডিসেস কন্টোল এতে সহযোগীতা করেছেন।