বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ির ১০ ইউপিতে নৌকার মাঝি হলেন যারা
খাগড়াছড়ির ১০ ইউপিতে নৌকার মাঝি হলেন যারা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা ও মাটিরাঙা ২উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্টিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টি ইউপিতে আগামী ১১নভেম্বর নির্বাচন অনুষ্টিত হবে।
আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শেষে মঙ্গলবার ১২অক্টোবর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম ঘোষনা করেন।
ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন যারা : ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন যারা, মাটিরাঙ্গা সদর ইউনিয়নে হেমেন্দ্র এিপুরা, বেলছড়ি ইউনিয়নে মো. রহমত উল্ল্যাহ, গোমতি ইউনিয়নে মো. তোফাজ্জল হোসেন, আমতলি ইউনিয়নে আবদুল গণি,বর্নাল ইউনিয়নে মো.ইউনুস মিয়া, তবলছড়ি ইউনিয়নে নুর মোহাম্মদ, তাইন্দং ইউনিয়নে মো. পেয়ার আহামেদ মজুমদার, গুইমারা সদর ইউনিয়নে নির্মল নারায়ন এিপুরা, হাফছড়ি ইউনিয়নে মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়নে রেদাক মারমা।
আগামী ১১নভেম্বর দ্বিতীয় ধাপে জেলার ১০ইউনিয়নে দলীয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচন করবেন।
জেলা নির্বাচন অফিসার মো.সাইদুর রহমান জানান, দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার মধ্যে ২টি উপজেলার ১০ ইউপিতে আগামী ১১ নভেম্বর অনুষ্টিতব্য ইউপি নির্বাচনকে ঘিরে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ উৎসবমূখর পরিবেশে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইতি মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
গত ২৯সেপ্টেম্বর বিকেলে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০অক্টোবর।
এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১-২৩ অক্টোবর ও ২৪-২৫ অক্টোবর আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ২৭ অক্টোবর।