বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ার ২৫২টি পুজাঁমন্ডবে অতন্দ্র প্রহরায় আনছার ও ভিডিপি সদস্য
কুষ্টিয়ার ২৫২টি পুজাঁমন্ডবে অতন্দ্র প্রহরায় আনছার ও ভিডিপি সদস্য
কুষ্টিয়া প্রতিনিধি :: কুষ্টিয়ার ৬টি উপজেলায় এবার ২৫২টি পুজাঁমন্ডবে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় পুজাঁ উৎসব। ওই সকল পুজাঁমন্ডবে আইন-শৃংখলা রক্ষার্থে বাংলাদেশ আনছার ও ভিডিপি কুষ্টিয়া জেলা অফিসের পক্ষ থেকে ৪৩৮ জন আনছার এবং ৩৯টি টহল টিম নিয়োগ দেয়া হয়েছে। কুষ্টিয়ার ২৫২টি পুজাঁমন্ডবে আনছার ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরায় থাকায় কোথাও কোন বিশৃংখলা দেখা দেয়নি। এব্যাপারে বাংলাদেশ আনছার ও ভিডিপি কুষ্টিয়া জেলার ডেপুটী ডাইরেক্টর সোহেলুর রহমান জানান শারদীয় পুজাঁ উৎসব সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব। বাংলাদেশ আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালকের নির্দেশে উৎসবকে নির্বিঘœ করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মহ্দোয়, পুলিশ সুপার মহোদয় এবং র্যাবের কর্মকর্তাবৃন্দ এ ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পুজাঁ শুরু হওয়ার পর থেকে আমি নিয়মিত পুজাঁমন্ডব পরিদর্শন করে যাচ্ছি এবং আনছার ও ভিডিপি সদস্যদের সর্তক অবস্থায় দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছি।
হিন্দু সম্প্রদায়ের নেতা রবিশংকর জানান প্রতিটি পুজাঁমন্ডবে আনছার ও ভিডিপি সক্রিয় থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা শান্তির সাথে ধর্ম উৎসব পালন করতে পারছি। এই জন্য তিনি বাংলাদেশ আনছার ও ভিডিপি কুষ্টিয়া জেলা অফিসের ডেপুটী ডাইরেক্টরকে ধন্যবাদ জানান ।