বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » ধর্ম যেন ক্ষমতার হাতিয়ার না হয় : মোমিন মেহেদী
ধর্ম যেন ক্ষমতার হাতিয়ার না হয় : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সবাইকে সতর্ক থাকতে হবে ধর্ম যেন ক্ষমতার হাতিয়ার না হয়। একই সাথে চলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কোরআন অবমাননার সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু তদন্ত হলেই বেরিয়ে আসবে বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থতা ঢাকতে কোরআন অবমাননার নাটক সরকারের কোন ষড়যন্ত্রকারী মহল মঞ্চস্থ করেছে নাকি দেশে ঘুপটি মেরে থাকা ধর্মান্ধদের কাজ এটি।
১৪ অক্টোবর সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘ধর্ম যেন ক্ষমতার হাতিয়ার না হয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার মওলানা নূরে আলম সিদ্দিকী, অধ্যপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাইদুজ্জামান রওশন বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সাধারণ মানুষকে ধর্মান্ধতা ত্যাগের মধ্য দিয়ে ধর্ম-মানবতা-শিক্ষা-সমাজ-সভ্যতায় আগামীর বাংলাদেশ তথা পৃথিবী গড়ার আহবান জানান।