বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথে ছাত্রদলের ৮ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা
বিশ্বনাথে ছাত্রদলের ৮ ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি আগামী এক মাসের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল ও সদস্য সচিব ফাহিম আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশ মোতাবেক উপজেলার ৮টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলো।
ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং নতুন নেতৃত্ব তৈরির জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সেই সাথে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আহবায়ক, যুগ্ম-আহবায়ক, সদস্য সচিব ও সদস্য পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) আহবান করা হয়।
আগামী ১৮ অক্টোবরে মধ্যে উপজেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্তদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়া আহবান করেন তারা।
বিশ্বনাথে ১২১ বোতল মদসহ ৪ জন গ্রেফতার
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ১২১ বোতল ভারতীয় মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার লামাকাজী ইউনিয়নের কাজীবাড়ি এলাকার সুরমা নদী পার থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাজপুর গ্রামের মমিন মিয়ার ছেলে আব্দুল আলীম (২২), একই উপজেলার পাইগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে মো. জামাল (৩৯), একই জেলার শান্তিগঞ্জ থানার পাগলা গ্রামের সৈলেন সুত্রধরের ছেলে সুশীল (৩০) ও নেত্রকোনা জেলার পূর্বধলা থানার পুকুরিয়া কান্দা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে রমজান আলী (১৯)।
পুলিশ জানায়, ছাতক থেকে নৌকায় করে আটককৃত ৪ মাদক ব্যবসায়ী মদের ওই চালান নিয়ে লামাকাজীর কাজীবাড়ির পশ্চিমে আসে।
এরপর তারা নৌকা থেকে মদ সিএনজি অটোরিক্সায় উঠাতে চাইলে তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের মামুনুর রশিদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ওই ৪ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
এসময় তারে কাছ থেকে ৮৪ পিচ অফিসার চয়েজ ও ৪৫ পিচ এসিব্লাক ভারতীয় মদ জব্দ করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ আগস্ট লামাকাজী ইউনিয়নের আতাপুর এলাকায় পরগনা বাজার রাস্তা সংলগ্ন সুরমা নদী পার থেকে ২৮৫ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ।