শনিবার ● ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » মন্দিরে ভাঙ্গচুরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
মন্দিরে ভাঙ্গচুরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি :: কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের মন্দিরে বর্বরোচিত হামলা, প্রতিমা ভাঙ্গচুর, দোকানপাট ও বাড়িঘর লুটপাটের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৬ অক্টোবর বিকেলে গাইবান্ধা শহরতলীর ভিএইড রোডের কালিবাড়ী মন্দিরের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় প্রায় অর্ধ শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা। মানববন্ধন শেষে গাইবান্ধা শ্রী শ্রী কালিবাড়ী মন্দিরের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিৎ বকসি সূর্য ও সদর উপজেলার সাধারন সম্পাদক সুজন প্রসাদসহ জেলা উপজেলার হিন্দুধর্মাবলম্বী নেতা কর্মীরা।
বক্তারা দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের দোকানপাট, বাড়িঘর ও মন্দিরের উপর বর্বরোচিত হামলা, ভাঙ্গচুর ও লুটপাটের প্রতিবাদ জানায় এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য সরকাররে কাছে জোর দাবি জানান হিন্দু নেতারা।