সোমবার ● ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » ছাত্রলীগ নেতা রকি হতা মামলার প্রধান আসামী সহোদর দুই ভাই গ্রেফতার
ছাত্রলীগ নেতা রকি হতা মামলার প্রধান আসামী সহোদর দুই ভাই গ্রেফতার
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামী কাঞ্চন ও সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৭অক্টোবর) রাত এগারটার দিকে গাইবান্ধা শহরের ব্রীজরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাঞ্চন ও সোহাগ শহরের পুর্বপাড়া এলাকার নওয়াব আলীর ছেলে। এর সহোদর দুই ভাই। কাঞ্চন এই মামলার ১ নম্বর ও সোহাগ ৩ নম্বর এজাহার নামীয় আসামী।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানা পুলিশের ওসি তদন্ত আব্দুর রউফ জানান, কাঞ্চন ও সোহাগ শহরের ব্রীজরোড এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গত ১১ জুলাই রাত রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি মোটরসাইকেলযোগে ওষুধ কিনে শহরের পূর্বপাড়া হালিম বিড়ি কারখানার সামনে পৌঁছালে কাঞ্চন ও তার সঙ্গীরা তাকে পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুত্বর অবস্থায় রকিকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই আতিকুর রহমান বাদী হয়ে কাঞ্চনকে প্রধান আসামী করে ৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। এছাড়া অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়। এঘটনায় তাঁদের মধ্যে এজাহার নামীয়সহ নয়জনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।