সোমবার ● ১৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬
গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৬
গাজীপুর জেলা প্রতিনিধি::গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত এবং মা-শিশুসহ অন্তত ৬ জন আহত হয়েছেন ৷
১৪ মার্চ সোমবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে ৷
নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার কাজী সেলিমুজ্জামান (৪৫) ও অপরজন অজ্ঞাত পুরুষ (৫০)৷ নিহত সেলিমুজ্জামান স্থানীয় এসএম নিটওয়্যারস লিমিটেড নামের কারখানার সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন ৷
আহতরা হলেন- টাঙ্গাইলের ভূয়াপুর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী রোকসানা (৩০), তার ছেলে অনিক (৬), ময়মনসিংহের গফরগাঁও এলাকার রুহুল আমিন (৪০), ঢাকার কেরানীগঞ্জ এলাকার আক্কাছ আলী (৪৫), সাতক্ষীরা রামগঞ্জের কালিকাপুর এলাকার আনোয়ার হোসেন (২৫) ও আব্দুর রশিদ (৩৫)৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওই এলাকায় ঢাকাগামী বাসকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়৷ এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ১৪ জন আহত হয় ৷ পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিত্সকরা সেলিমুজ্জামানকে মৃত ঘোষণা করেন ৷
আহতরা এবং নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাওছার আলম জানায়, দুপুর সোয়া ১টার দিকে তেলিপাড়া এলাকায় ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয় ৷ এতে ঘটনাস্থলে বাসযাত্রী কাজী সেলিমুজ্জামান নিহত এবং অপর ৭ যাত্রী আহত হয়৷ পরে স্থানীয়রা এবং পুলিশ হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে সেখানে অজ্ঞাত ব্যক্তি মারা যান৷ পুলিশ দুর্ঘটনা কবলিত বাস এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে ৷