সোমবার ● ১৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে নানা আয়োজনে শেখ রাসেল দিবস ও ৫৮তম জন্মদিন পালিত
ঘোড়াঘাটে নানা আয়োজনে শেখ রাসেল দিবস ও ৫৮তম জন্মদিন পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজন ও কর্মসূচীর মধ্য দিয়ে শেখ রাসেল দিবস ও তার ৫৮ তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার ১৮ অক্টোবর সকাল ১০ টায় শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এখলাস হোসেন সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক প্রমুখ।
অপর দিকে দুপুর ১২ টায় তোষাাই শেখ রাসেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কর্তন, দোয়া মাহফিল, আলোচনা ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ সময় শেখ রাসেল সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুন্নবী। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তোহিদুল ইসলাম, মো. রাসেল আহমেদ, মোছাঃ মিলি আকতার, মোছাঃ স্বপ্না আকতার, শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।