সোমবার ● ১৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » তাড়াশে সাথী স্ত্রীর অধিকারের দাবীতে অনশনের ৫দিন পড়ে আছে স্বামীর বাড়ির দুয়ারে
তাড়াশে সাথী স্ত্রীর অধিকারের দাবীতে অনশনের ৫দিন পড়ে আছে স্বামীর বাড়ির দুয়ারে
আশরাফুল ইসলাম রনি,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:: (১৪ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.২০মিঃ) সিরাজগঞ্জের তাড়াশে মেধাবী কলেজ ছাত্রী অসহায় আলুফা খাতুন সাথীর আমরণ অনশনের ৫ম দিনেও স্বামীর ঘরে ঠাই না হওয়ায় দুয়ারের পাশে খরের মধ্যে অতি মানবেতর দূর্বল-অচেতন অবস্থায় পড়ে রয়েছে ৷ কিন্তু দেখার কেউ নাই ৷ সিলেট সরকারী পলিটেকনিকে পড়ুয়া সাথী (১৮) নামের প্রতারিত তরুণীর স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে স্মামীর বাড়িতে পাঁচদিন যাবত্ অনশন করছে ৷ সাথী তাড়াশ সদরের পার্শ্বতী কাজিপুর গ্রামের ইউনুছ আলীর মেয়ে ৷
জানাযায়, তাড়াশ উপজেলার বস্তুল গ্রামের মৃত দুদু মিঞার ছেলে সেলিম (২৫) ইসলামী শরিয়ত সম্মতভাবে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর সাথীকে বিয়ে করলেও প্রায় ৮ মাস পর প্রতারক সেলিম স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানায় এবং নিজেকে অবিবাহিত বলে চুপিচুপি আবারও বিয়ে করছে শুনে সাথী সেলিমের বাড়িতে ১০ মার্চ থেকে আমরণ অনশণ শুরু করে ৷ বর্তমানে প্রতারক সেলিম পলাতক রয়েছে ৷ নিরুপায় সাথীর করুণ আর্তনাতে উপজেলার সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাপা ক্ষোভের সৃষ্টি হলেও এ সংবাদ লেখা পর্যন্ত এর সমাধানে সমাজের কোন মহলকেই গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা নিতে দেখা যাচ্ছেনা ৷