বুধবার ● ২০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় অস্ত্রসহ আটক-১
দীঘিনালায় অস্ত্রসহ আটক-১
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতায় দীঘিনালা জোন এর বাবুছড়া এলাকায় সেনা অভিযানে অস্ত্রসহ পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল) দলের একজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার ২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় দীঘিনালা জোনের বাবুছড়া নতুন বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীঘিনালা জোন উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনা করে ইউপিডিএফ দলের স্বর্ণ লংকার চাকমা রনি (৪১) নামক ব্যাক্তিকে আটক করা হয়।
আটককৃত রনির নিকট হতে বেশ কিছু মালামাল আটক করা হয়।
সেনা তথ্য মতে, অভিযানকালীন উদ্ধারকৃত মালামাল হচ্ছে ১টি ৭.৬৫মি.মি. পিস্তল, চায়না ম্যাগাজিন ১টি, ৩ রাউন্ড চায়না গুলি, ৩টি মোবাইল ফোন ও নগদ ৩৮ হাজার ৫’শ ২০টাকা ও চাঁদা সংগ্রহের রশিদ।
সেনা সূত্র জানা যায়, আটককৃত ইউপিডিএফ (মূল) দলের সক্রিয় সদস্য স্বর্ণ লংকার চাকমা রনিকে দিঘীনালা থানায় হস্তান্তর করা হয়েছে।
খাগড়াছড়িতে ৬টি দোকান আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
খাগড়াছড়ি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের ভাইবোনছড়া শিব মন্দির এলাকায় আগুনে পুড়ে ৬টি দোকান পুড়ে ছাই, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা।
আজ বুধবার ২০ অক্টোবর রাত আড়াইটার দিকে বিদ্যুতের শর্ট সার্কিটে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে আগুন নিযন্ত্রণে আনে।
শিব মন্দির এলাকা থেকে থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব ১২কিলোমিটার দূরত্ব হওয়ায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ী পৌঁছতে অনেক দেরি হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগে ততক্ষণে দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তারা।
ঘটনাস্থলটি যেহেতু শিব মন্দির এলাকায়, সেজন্য কোন সহিংসতা কিনা সে বিষয়ে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য। তিনি জানান, এটি বিদ্যুৎতের শর্ট শার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
তবে, মন্দিরটি রক্ষা পেয়েছে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হচ্ছেন, জ্যোর্তিময় চাকমা, রাঙ্গামনি চাকমা, অমর ধন চাকমা, রামচন্দ্র চাকমা, কৃষ্ণ রাম চাকমা, পদ্ম কুমার চাকমা। তারা জানান, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দোকানটিতে চালের দোকান, মুদি দোকান, কসমেটিক দোকান’সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান।
এ ব্যাপারে ৫নং ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, ঘটনার ব্যাপারে শুনেছি।
এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবগত করেছি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যাপারে উধর্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।