সোমবার ● ১৪ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
বিশ্বনাথে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (১৪ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) সিলেটের বিশ্বনাথ উপজেলার মর্নিংষ্টার একাডেমীর ৩য় শ্রেণির ছাত্র মুহাম্মদ হোসাইন (৯) ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি……….রাজিউন)৷ সে উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামের জামে মসজিদের ইমাম মাওলানা সাহনুর আলমের বড় ছেলে ৷ গত শনিবার দিবাগত রাত ১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধিন অবস্থায় ইন্তেকাল করে ৷ রবিবার বেলা ২টায় জানাযার নামাজ শেষে বিশ্বনাথেরগাঁও গ্রামের মসজিদ সংগস্নন্ন করবস্থানে তার দাফন সম্পন্ন করা হয় ৷
জানাযার নামাজে ইমামতি করেন হোসাইনের পিতা মাওলানা সাহনুর আলম৷ জানাযার নামাজে এলাকার বিভিন্ন গ্রামের সর্বস্থরের মুসল্লি, বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিন, তার স্কুলের শোকাহত শিক্ষক সহপাঠীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন ৷
এদিকে, স্কুল ছাত্র মুহাম্মদ হোসাইনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় বিরাজ করছে শোকের ছায়া ৷ মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়েন ৷
জানা গেছে, হোসাইন গত মঙ্গলবার স্কুল ছুটির পর দৌড় দিতে গিয়ে স্কুল আঙ্গিনায় হোচট (আছাড়) খেয়ে পড়ে যায় ৷ তবে একথা বাড়ীতে গিয়ে কাউকেই বলেনি এবং সে স্বাভাবিকই ছিল ৷ পর দিন ঘুম থেকে উঠে সে কথা বলতে গেলে জড়তা আসে এবং তার মুখ একটু বাঁকা দেখা যায় ৷ তাত্ক্ষনিক তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ ডাক্তাররা সিটিস্কিনসহ বিভিন্ন পরিক্ষা-নিরিক্ষা করে জানান সে ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হয়েছে ৷ সে বাকশক্তি পুরোপুরি হারিয়ে ফেলে ৷ একপর্যায়ে তার ডানহাত পা অবস হয়ে যায় ৷ উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকার ল্যাব এইড গুলশান শাখায় ডাক্তার আফিকুল ইসলামের তত্বাবধানে পিজি হাসপাতালে স্থান্তর করা হয় ৷ অবস্থার দ্রুত অবনতি হলে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে বলেন ৷ সেখানে ভর্তি করে চিকিত্সাধিন অবস্থায় রবিবার রাত ১টা তার মৃত্যু হয় ৷
এদিকে স্কুল ছাত্র হোসাইনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে ৷ এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ৷