শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলী যুবলীগ নেতা সুইচাইপ্রু মারমার পদত্যাগ
রাজস্থলী যুবলীগ নেতা সুইচাইপ্রু মারমার পদত্যাগ
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলা যুবলীগ নেতা সাধারণ সম্পাদক সুইচাপ্রু মারমা স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন। আজ শনিবার ২৩ অক্টোবর সকাল ১১ টায় তিনি গণমাধ্যম কে পদত্যাগ বিষয়ে নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনৈতিক সাথে জড়িত ছিলেন যারা এখন আসছে সুবিধাবাদী স্বার্থক হাইব্রিড হিসাবে বিভিন্ন সুযোগ সুবিধা দলের নাম ভাঙিয়ে লুটে পুটে নিচ্ছে বলে জানান তিনি।তিনি আরো বলেন, এরা দলকে ভালোবাসে না। এখন যারা তৃনমূল ত্যাগী সৎ নেতারা কোন ভালো কাছে স্থান পাইনা মূল্যহীন এটা বাস্তব এটা সত্য। তাই নিঃ স্বার্থক রাজনৈতিক করে কোন সুফল পাইনি বলে দুঃখের সাথে জানান সুইচাইপ্রু মারমা।
রাজস্থলী উপজেলা যুবলীগ নেতা সুইচাপ্রু মারমা পদত্যাগ ফেইজবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হল, ২৬ বছর রাজনীতি ছেড়ে আজ মুক্ত হলাম । “রাজনীতি থেকে অব্যাহতি “অনেক কষ্ট আর বুক ভরা বেদনা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাজস্থলী উপজেলা শাখা যুগ্মসাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুব লীগে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছি । এবং উপজেলা ছাত্রলীগে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এবং ইউনিয়ন ছাত্রলীগের সর্বপ্রথম ১৯৯৫ সালে সাধারণ সম্পাদক থেকে রাজনীতি জীবন পদযাত্রা শুরু করি। এবং বিভিন্ন অসযোগ আন্দোলনের রাজপথে অত্যান্ত গুরুত্ব সাথে অবদান ছিল ,২০০১ সালে চার দলীয় জোটের সরকার সময় অনেক কত যে,হয়রানীসহ পুলিশে নির্যাতন শিকার হয়েছি । এবং রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের ব্যক্তি স্বার্থে কারণে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পৈত্রিক সম্পত্তি মনে করে । তার কারণে দল থেকে অব্যহতি করলাম এবং সকল পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম ২৬ বছরে রাজনীতি জীবন সফলতা গল্প গুলো দলের রেখে এবং ব্যর্থতা দায়ভার কাধে নিয়ে আজ থেকে দলের সকল পদ থেকে শেষ বারে মত ইতি টেনে অব্যহতি নিলাম।