সোমবার ● ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » পীরগঞ্জের জেলেপল্লীতে আগুনের ঘটনায়, গাইবান্ধা থেকে শিবির সমর্থক গ্রেপ্তার
পীরগঞ্জের জেলেপল্লীতে আগুনের ঘটনায়, গাইবান্ধা থেকে শিবির সমর্থক গ্রেপ্তার
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় হামলা ও আগুন দেওয়ার ঘটনায় মামুন নামে একজনকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপের হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মামুন উপজেলার ধাপের হাট এলাকার জাভেদ আলীর ছেলে। মামুন জামায়াত শিবিরের সমর্থক বলে পুলিশ জানিয়েছে।
গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, রোববার (২৪ অক্টোবর) রংপুর পুলিশ সাদুল্লাপুর থানা পুলিশের সহযোগীতায় গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে রংপুরে নিয়ে যাওয়া হয়।
ফেসবুকে পবিত্র কাবা শরীফের অবমাননাকর ছবি পোস্টের ঘটনায় গত ১৭ অক্টোবর রাতে রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামের জেলেপল্লীর ২০টি বাড়ি আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
এ নিয়ে এ ঘটনায় এ পর্যন্ত ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।