বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে চার মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
রাঙামাটিতে চার মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন প্রকল্পের আওতায় চার মাস ব্যাপী কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেছেন নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।
পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড কতৃর্ক বাস্তবায়নাধীন আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটিস্থ পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড এর মিলনায়তন “মাইনী” কক্ষে পার্বত্য অঞ্চলে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের চার মাস ব্যাপী কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মসূচী আনুষ্ঠানিকভাবে ১৫ মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৷ পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম ৷
প্রধান অতিথি বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের মধ্যে আইসিটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকরণ এবং আইটি ভিত্তিক আধুনিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন প্রকল্পটি অন্যতম একটা প্রকল্প৷ রাঙামাটিস্থ আইটি ভিত্তিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ত্রিমাত্রিক, এ প্রকল্পের আওতায় ৩০০ জন তরুণ তরুণীকে চার মাসব্যাপী কম্পিউটার বিষয়ক মৌলিক প্রশিক্ষণ দিবে এবং ৩০০ জনের মধ্যে বাছাইকৃত ১০০ জন তরুণ তরুণীকে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করবে ৷ এ প্রকল্পের বরাদ্দ রাখা হচ্ছে ৯০ লক্ষ টাকা ৷ প্রধান অতিথি বলেন প্রকল্পটি যদি সফল হয় তাহলে বরাদ্দ আরো বৃদ্ধি পাবে ৷ তিনি প্রশিক্ষনার্থীদেরকে প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান ঠিকমত কাজের লাগানো জন্য পরার্মশ দেন ৷
অনুষ্ঠানে সভাপতি তরুণ কান্তি ঘোষ বলেন এ এলাকার মানুষের উন্নয়ন করা হচ্ছে
বর্তমান সরকারের স্বপ্ন ৷ তিনি প্রশিক্ষনার্থীদেরকে নির্ভয়ে প্রশিক্ষণ গ্রহণ করা জন্য আহবান জনান৷
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম, প্রকল্পের পরিচালক আশীষ কুমার বড়ুয়া ও ত্রিমাত্রিক প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী মো. ওমর ফারুক ৷