বৃহস্পতিবার ● ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » তিন সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
তিন সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি :: মুজিবুর রহমান এবং আরো তিন সাংবাদিকের উপর মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৮ অক্টোবর পৌর শহরের বাসিয়া সেতুর উপর দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক সবুজ সিলেট প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের দূর্নীতি-অনিয়ম, সম্ভাবনা ও অবহেলিত মানুষের না বলা কথা সংবাদ আকারে প্রকাশ করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এমনই একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় প্রতিপক্ষের আক্রোশের শিকার হয়েছেন মুজিবুর রহমানসহ ৩ সাংবাদিক।
এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বলে বক্তরা দাবি করেন।
তারা বলেন, মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইনকে একটি মহল বিশেষ হাতিয়ার হিসেবে বেচে নিয়েছে।
অবাদ ও স্বাধীন সাংবাদিকতার ধারাবাহিকতা অব্যাহত রাখতে অভিলম্বে মুজিবুর রহমানসহ ৩ সাংবাদিকের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।
শামসুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম মুন্না’র পরিচালনায় মানববন্ধনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ পৌর সহায়ক কমিটির সদস্য রাসনা বেগম, প্রনঞ্জয় বৈদ্য অপু, আশিক আলী, সাইফুল ইসলাম বেগ, কামাল মুন্না, নবীন সোহেল, অসিত রঞ্জন দেব, মো. আবুল কাশেম, জামাল মিয়া, আহমদ আলী হিরণ, হোসাইন আহমদ শাহিন, শাহজাহান, ঝলক আচার্য্য, মুক্তা রাণী দেব, ফয়ছল আহমদ, নাদিম আহমদ, সুহেল আহমদ ও শরিফ আহমদ।