বৃহস্পতিবার ● ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার গণটিকা প্রদান দ্বিতীয় ডোজ
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার গণটিকা প্রদান দ্বিতীয় ডোজ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপহার করোনাভাইরাস প্রতিরোধে গণটিকা ঝালকাঠি জেলার দুটি পৌরসভার ও ৩২ ইউনিয়নে দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঝালকাঠি শহরের ৯টি ওয়ার্ড ও নলছিটি পৌরসভার তিনটি ওয়ার্ডে গণটিকা নিতে ভিড় করেছেন মানুষ।
জেলায় ৫৪ হাজার মানুষকে করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে। টিকা নিতে ২৫ বছরের ওপরে রেজিস্ট্রেশনকারীরা ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ নিয়েছে তারা জেলার চারটি উপজেলার বিভিন্ন কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিতে ভিড় করেছেন।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যাদেরকে দ্বিতীয় ডোজ গণটিকাদান কার্যক্রম চলছে। জেলায় গণটিকা কার্যক্রম সফল হচ্ছে। যারা এখনো টিকা নিতে পারেনি, তাঁরা রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন বলে এ তথ্য জানিয়েছেন।
ঝালকাঠিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা
ঝালকাঠি :: ঝালকাঠিতে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে, বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে মতবিনিময় সভা সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ইসরাত জাহান সোনালী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা আক্তার,সাংবাদিক জহিরুল ইসলাম জলিল, জেলা মহিলা আওয়ামী লীগ সহসভাপতি পিনু আকতার নদী,নারী নেত্রী নাসিমা কামাল ও রূপান্তর সহযোগী সৈয়দ অলি রহমান প্রমুখ ।
নারীর ক্ষমতায়নে উপর মূল ধারনা পত্র পাঠ করেন রূপান্তর ঝালকাঠি জেলা সমন্বয়কারী মো. মাফুজুর রহমান।
নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের নারী নেতৃত্ব নিশ্চিতকরণ বিষয়ে হেলভির্টাস এর তত্বাবধানে রূপান্তরের আয়োজনে সুইজারল্যান্ডের সহায়তায় এ মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নারীনেত্রী, ইউপি মহিলা সদস্য সহ ৩০ জন অংশগ্রহণ করেছেন।