বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের সভাপতি’র ভাই রিপন আটক
চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের সভাপতি’র ভাই রিপন আটক
ষ্টাফ রিপোর্টার :: বেশ কিছু দিন ধরে চাঁদির দাবি করে আসছে রিপন, চাদা ও প্রাণনাশের হুমকি দেওয়ায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে মঙ্গলবার সন্ধায় হাতে উত্তম মধ্যম দেওয়ার পর আটক করে ৷ রাঙামাটি শহরের প্রবেশ পথ মানিকছড়িতে এই ঘটনা ঘটে ৷ আটকের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ নেতারা মানিকছড়িতে যায়,পরে মুচলেকার মাধ্যমে রিপনকে উদ্ধার করে তাকে শহরে পাঠিয়ে দেন ৷ রিপনের উপর ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়িরা ৷ মানিকছড়ি একতা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রিটন বলেন, রিপন উদ্দীন কয়েকদিন ধরে আমাকে মোবাইলে ফোন এবং সরাসরি উপস্থিত হয়ে রিপনের নামে ৬হাজার ফুট জ্বালানী কাঠের টিপি দেওয়ার জন্য বলে,তখন আমি তাকে (রিপন)কে সরকারি খাতে খরচকৃত রাজস্ব পরিশোধ করে টিপি নেওয়ার জন্য বললে তখন সে আমার উপর ক্ষিপ্ত হয়ে যায় ৷ তারপর সে একজন মিডিয়াকর্মীকে সঙ্গে নিয়ে আসে এবং নিউজ করবে বলে আমাকে হুমকি দেয়, সেটাও কাজ না হয়ে আমাকে বিভিন্ন বাহিনীকে দিয়ে হয়রানী করার হুমকিও দেন ৷ সে আমার ব্যবসার কোন ক্ষতি করতে না পেরে আমার প্রতি গাড়িতে ৫০০ টাকা করে চাঁদা দাবি করে ৷ আমি ব্যবসা করছি বৈধভাকে আমি কোন প্রকার চাঁদা দিতে পারবো না এমন কথার জবাবে সে আমাকে হুমকি দিয়ে বলে রাঙামাটি গেলে আমার হাত পা ভেঙ্গে গুড়িয়ে দিবে ইত্যাদি। সে ভয়ে আমি কয়েক দিন রাঙামাটি আসি নাই ৷ হঠাত্ সে (মঙ্গলবার) মানিকছড়ি এসে প্রকাশ্যেই আমার উপর হামলা চালায় ও প্রকাশ্য সবার সামনে আমাকে প্রাণেনাশের হুমকি দেয় রিপন ৷ তখন স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে রিপন উদ্দিনকে সমিতি অফিসের ভিতরে আটক করে রাখেন ৷ এই সময় স্থানীয় ব্যবসায়ী আয়াত চৌধুরী জানান বেশ কিছুদিন আগে তাদের আটটি গাড়ি ফরেষ্ট অফিসে আটক রয়েছে ৷ ছাড়িয়ে দেওয়ার নামে রিপন ও তার এক দুলা ভাই সহ ব্যবসায়ীদের কাছ থেকে একলক্ষ বিশ হাজার টাকা নেয় ৷ পরে তারা জানতে পায় যে, সে টাকা গুলো রিপন আত্মসাৎ করেছে , তখন সাথে সাথে তার বড় ভাইকে বিষয়টা জানালে তার বড় ভাই বলেন রিপন তাদের পরিবারের অবাধ্য হয়ে গেছে ৷ তিনি কিছু করতে পারবেন না ৷ কোতয়ালী থানার এসআই মোঃ ইউছুপ জানান, আমরা ঘটনা শুনার পর পর পুলিশ ফোর্স নিয়ে মানিকছড়ি ঘটনা স্থলে যাই, তারপর স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের চেষ্টায় মুচলেকার মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে আমরা রিপনকে উদ্ধার করি ৷