শুক্রবার ● ২৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ঢাকা » গণসংহতি আন্দোলনের ৪র্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
গণসংহতি আন্দোলনের ৪র্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত
ঢাকা :: আজ ২৯ অক্টোবর সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণসংহতি আন্দোলনের ৪র্থ জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ চাই।” এবং “ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলুন।” এই আহ্বানে এবারের সম্মেলনের উদ্বোধন করেন গণস্বাস্থ্যে ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।
বক্তব্য রাখেন গণফোরামের আহ্বায়ক ড. কামাল হোসেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নৃ-বিজ্ঞানী রেহননুমা আহমেদ, বাসদের কেন্দ্রীয় সদস্য ও বামগেণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল হাসান রুবেল, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ নীলু, তাসলিমা আখতার, ফিরোজ আহমেদ, ও হাসান মারুফ রুমী।