শনিবার ● ৩০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার মাঝি রোকন উদ্দিন
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার মাঝি রোকন উদ্দিন
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার হাজারও জনগণের আর সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ৯নং পাহাড়তলী ইউনিয়ন থেকে পুণরায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া নৌকার মাঝি বর্তমান চেয়ারম্যান মো. রোকন উদ্দিন।
আজ শনিবার সকালে চেয়ারম্যানের নিজ বাড়ি বদুপাড়াতে কয়েক শত যানবাহন করে শেখপাড়া গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় বরণ করেন। এসময় এলাকার মানুষের সাথে চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিকে শেখপাড়া গ্রামের ৮নং ওয়ার্ডে একজন যোগ্য মেম্বার প্রার্থী হিসেবে পেতে যাচ্ছেন মো. সালাউদ্দিন চৌধুরীকে। এলাকার সর্বস্তরের জনসাধারণ মেম্বার প্রার্থী সালাউদ্দিনের পক্ষে হয়ে কাজ করার ঘোষণা দেন। এলাকার মানুষ জানান সালাউদ্দীন মেম্বার হলে আমাদের সমাজ আরও সুন্দর হবে। তিনি একজন যোগ্য প্রার্থী, আমরা শেখপাড়াবাসী অতন্ত্য আনন্দিত। পরে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় চেয়ারম্যান রোকন উদ্দিন শেখপাড়া গ্রামের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানন। তিনি বলেন, এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি সবার কাছে দোয়া, ভালবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি যতোদিন আছি পাহাড়তলী বাসীর সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাব। এসময় শত শত নারী-পুরুষ তাকে স্বাগত জানায়। উপস্থিত পাহাড়তলী শেখপাড়া ৮নং ওয়ার্ডের শত শত মানুষের স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে চেয়ারম্যানের নিজ বাড়ি।
এসময় উপস্থিত ছিলেন, ৯নং পাহাড়তলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুন্নবী, সাধারণ সম্পাদক দেবমিত্র বড়ুয়া মাইকেল, শ্রম বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন চৌধুরী, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দীজ্জওম বড়ুয়া, সাধারণ সম্পাদক মো. আরবান, রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মো. নঈম উদ্দিন চৌধুরী, পাহাড়তলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মো. তানভীর, সহ-সভাপতি মো. আরমান হোসেন মামুন, মো. নাসিম তালুকদার, নুরুল আবচার চৌধুরী টিটু, মো. মুনীর উদ্দিন চৌধুরী খোকন, দিপংকর মুৎসুদ্দি, মো. নুরুননবী, মো. ইয়াছিন তালুকদার জানে আলম চৌধুরী ও ফয়সাল চৌধুরীসহ প্রমুখ।
পরে মরহুম আলহাজ্ব ইব্রাহীম চেয়ারম্যানের কবর জিয়ারত করা হয়।