বুধবার ● ১৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » ধর্ম » নবীগঞ্জে সত্সঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের ১২৮ তম জন্ম উত্সব পালিত
নবীগঞ্জে সত্সঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের ১২৮ তম জন্ম উত্সব পালিত
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলা সত্সঙ্গের উদ্যোগে ২দিন ব্যাপী শ্রী শ্রী অনুকুল চন্দ্রের ১২৮ তম জন্ম উত্সব গত সোমবার রাতে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় সম্পন্ন হয়েছে৷ অনুষ্টানমালার মধ্যে ছিল সকাল ৮ টায় ঠাকুরের প্রতৃকৃতিসহ বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বস্ত্র বিতরন, ঠাকুর পূজা, ঠাকুরের লীলা কীর্তন,আলোচনা সভা, সমবেত প্রার্থনা,সদ গ্রন্থাদি পাঠ, সাংস্কৃতিক অনুষ্টান ও আনন্দ বাজারে প্রসাদ বিতরন ৷ উত্সব কমিটির সহ-সভাপতি রাখাল চন্দ্র দাশের সভাপতিত্বে এবং উত্সব কমিটির সাধরন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল ও শিক্কক সজল কুমার দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সত্সঙ্গ বিহারের প্রাক্তন অধ্যক্ক রামকৃষ্ণ ভট্টাচার্য্য এসপিআর ৷ বিশেষ অতিথি ছিলেন, সিলেট সত্সঙ্গ বিহারের ইনচার্জ অধ্যাপক আশোতোষ দাশ এসপিআর,রতন কুমার দেব এসপিআর,সুকুমার দাশ এসপিআর, মধু সূদন সরকার এসপিআর, হরেন্দ্র চন্দ্র দেব এসপিআর, রনবীর দেবরায় এসপিআর, যাজক পিযুশ কান্দি দাশ, যাজক নিরঞ্জন চন্দ্র চন্দ,অর্নিবান চৌধুরী, হবিগঞ্জ জেলা সত্সঙ্গে সাধারন সম্পাদক সুনীল চন্দ্র দাশ, এড. পরিতোষ চৌধুরী, নিশিকানত্ম দাশ, ডাঃ প্রেমতোষ রায়,প্রধান শিক্কক সুবিনয় পুরকায়স্থ,প্রধান শিক্কক দেবব্রত দাশ প্রমূখ৷ অনুষ্টানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা সত্সঙ্গের সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল ৷ সকালে গরীব ও দুস্থঃদের মাঝে বস্ত্র বিতরন করা হয়৷ উত্সব কমিটির ডাঃ মিহির লাল সরকারের সভাপতিত্বে এবং উত্সব কমিটির সাধরন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধাণ অতিথি ছিলেন, সত্সঙ্গের প্রচারক রতন কুমার দেব এসপিআর ৷ এতে বিশেষ অতিথি ছিলেন,সুকুমার দাশ এসপিআর,উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি অশোক তরু দাস,নরেশ চন্দ্র গোপ,অর্নিবান দাশ,নিশিকানত্ম দাশ,উপজেলা সত্সঙ্গের সহ-সভাপতি বিজন কুমার দাশ, সাধারন সম্পাদক রশময় শীল,শিক্কক সজল কুমার দাশ,বিধূ ভুষন গোপ প্রমূখ ৷ রাতে এক মনোজ্ঞ জমকালো সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়৷ উত্সব কমিটির সাধরন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল এবং শিক্ষক সুবিনয় পুরকায়স্থ এর যৌথ পরিচালনায় এতে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল এস শিল্পী বিন্দু সুত্রধর, অতিথি শিল্পী মৃনাল কান্তি দাশ,ডাঃ মিহির সরকার,ফুলন সুত্রধর,গোপেশ চন্দ্র দাশ,ডাঃ নরেশ চন্দ্র দাশ,অতিথি শিল্পী প্রদীপ সরকার, রাজীব চন্দ্র দাশ,মনোজ কুমার রায়, উত্তম কুমার পাল হিমেল, লিটন শীল, প্রদীপ দাশ,মাধবী সরকার রিমি,রিপন দাশ প্রমূখ ৷ উত্সবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নবীগঞ্জ উপজেলা সত্সঙ্গের সভাপতি ডাঃ মুনাল কান্তি দাশ বাদল, সহ-সভাপতি বিধু ভুষন গোপ, মৃম্ময় কান্তি দাশ বিজন, সাধারন সম্পাদক রশময় শীল, সাংস্কৃতিক সম্পাদক নরেশ চন্দ্র দাশ, তাপস বনিক, দিপক পাল, শিক্ষক সুবিনয় পুরকায়স্থ, শিক্ষক সুব্রত চন্দ্র দাশ,টিংকু চন্দ্র রায়, শিক্ষক রাখাল চন্দ্র দাশ, প্রমথ চক্রবতর্ী বেনু, সাধন চন্দ্র দাশ, কাজল আচার্য্য, গোপী রায়, জয়হরি দেব, দিপন চন্দ্র দাশ, নয়নমনি সরকার, নয়ন দাশ, বৌদ্ধ গোপ, বিধান দেব,বিজিত দেব লিটন শীল প্রমূখ৷ অনুষ্টানে সহস্রাধিক ভক্তবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন৷প্রধান অথিতির বক্তব্যে এসপিআর রামকৃষ্ণ ভট্টাচআর্য্য বলেন,ধরাধামের এক চরম দুর্দিনে ঠাকুল অনুকুল চন্দ্র আবিভুত হয়ে মানব জাতিকে সঘিট পথের সন্ধান দিয়েছিলেন৷ জীবন্ত আচার্য্যের মধ্য দিয়ে সারা বিশ্বে আজ সত্সঙ্গের ব্যাপক প্রচারের কারনে কোটি কোটি মানুষ আজ সত্সঙ্গের দীক্কা নিয়ে জীবনে শান্তির সন্ধান খুজে পাচ্ছেন ৷ তাই ঠাকুর অনুকুল চন্দ্রে আর্দশ অনুসরন করলে শান্তির পথ প্রশস্থ হবে ৷