সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয় না পেয়ে তাদের সম্পর্কে তথ্য দেয়ার আহবান জানিয়েছে রুমা জোন কমান্ডার
চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয় না পেয়ে তাদের সম্পর্কে তথ্য দেয়ার আহবান জানিয়েছে রুমা জোন কমান্ডার
রুমা প্রতিনিধি :: অপারেশন উত্তোরণের পাশাপাশি রুমা উপজেলায় পিছিয়ে পড়া মানুষের জীবন যাত্রামান উন্নয়নের বিভিন্ন সময়ে সেনাবাহিনী মানবিক সহযোগিতা কাজ করে আসছি। দুর্গম পাহাড়ে দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে তাদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ভবিষ্যতে এধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।
আজ সোমবার ১ নভেম্বর দুপুরে দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহযোগিতা প্রদান উপলক্ষে বান্দরবানে রুমা জোনের আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমা জোন কমান্ডার লেঃ কর্নেল হাছান শাহরিয়ার ইকবাল পিএসসি একথা বলেন।
এসময় রুমা জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ বদরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, ক্যাপ্টেন রবিউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নম্রাউ মারমা ও উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, সেনা কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার লেঃ কর্নেল হাছান শাহরিয়ার ইকবাল পিএসসি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ী অঞ্চলে সন্ত্রাসীদের দমন কার্যক্রমে সেনাহিবাহিনী সার্বক্ষনিকভাবে সকলের পাশে আছে। তাই চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয় না পেয়ে তাদের সম্পর্কে তথ্য দিয়ে সকলকে সহযোগিতার আহবান জানালেন তিনি।
পরে পাহাড়ে পিছিয়ে পড়া দরিদ্র ১৫পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ঢেউটিন, পানি সেচের মেশিন, ছাগল, কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
সেনা সূত্রে জানা যায় বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর পৃষ্ঠপোষকতা ও রুমা জোনের সহযোগিতায় এইসব মানবিক সামগ্রী বিতরণ করা হয়েছে।