সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে রেশন বিতরণে অনিয়মের অভিযোগ
পানছড়িতে রেশন বিতরণে অনিয়মের অভিযোগ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি মধ্যনগরে রাজনৈতিক প্রতিহিংসা বশত আহের উদ্দিন নিয়ম বহির্ভূতভাবে গুচ্ছ গ্রামের রেশন বিতরণের সময় এক ব্যাক্তিকে চাল কম দেয়াসহ মারধর ও হুমকি-ধামকির অভিযোগ পাওয়া গেছে।
রবিবার ৩১ অক্টোবর এব্যাপারে পানছড়ি থানা ও পানছড়ি ইউএনও বরাবরে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো.জমির উদ্দিন।
অভিযোগে উল্লেখ, গত বৃহস্পতিবার ২৭ অক্টোবর রাত ১১টার দিকে মো. শফিকুল ইসলাম পিতা মো.জমির উদ্দিন পানছড়ি মধ্যনগর নিজ বাড়ীতে ফেরার পথে প্রতিবেশী মো. আহের উদ্দিন গং তার গতিরোধ করে মারধর করে। এরই জেরে পানছড়ি ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা.ছুলেমার নামে রেশন ডিও ছাড় করা হলেও মো. আহের উদ্দিনের সহযোগিতামূলক রেশন বিতরণ করেন। এ সময় আহের উদ্দিন ভুক্তভেগী জমির উদ্দিনকে গত ডিওতে ১৮কেজি চাল বেশি দেয়ার অযুহাত দেখিয়ে চলমান ডিওতে ১৮কেজি চাল কম দিতে চেয়ে দ্বন্দ্বে লিপ্ত হন।
এ ব্যাপারে আহের উদ্দিন জানান, বিষয়টি ইউনও অফিসে গন্যমান্যদের উপস্থিতিতে সুরাহা করা হয়েছে। এখন যার নামে ডিও তিনিই রেশন বিতরণ করছেন।
এ ব্যাপারে মহিলা মেম্বার মোছা. ছুলেমা বলেন, অভিযোগের আলোকে ইউএনও সংশ্লিষ্ট সবাইকে ডেকে বিষয়টি গতকাল সুরাহা করে দিয়েছেন। এখন আমি উপস্থিত থেকে রেশন বিতরণ করছি।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ বলেন, আহের উদ্দিনের নামে অভিযোগ পাওয়া গেছে। যাকে নিয়ে অভিযোগ তাকে রেশন বিতরণ কার্যক্রম থেকে সরিয়ে অন্য কাউকে দিয়ে বিতরণ করার মাধ্যমে অভিযোগের বিষয়টি সুরাহা করা হয়েছে।