বুধবার ● ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিক কনক সরওয়ারের বোন রাকার দুই মামলায় জামিন আবেদন নাকচ
সাংবাদিক কনক সরওয়ারের বোন রাকার দুই মামলায় জামিন আবেদন নাকচ
সরকারের সমালোচনায় সোচ্চার প্রবাসী সাংবাদিক কনক সরওয়ারের বোন নুসরাত শাহরিন রাকার দুই মামলায় জামিন আবেদন নাকচ করেছেন মহানগর দায়রা জজ আদালত।
মঙ্গলবার ওই আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ জামিন নামঞ্জুরের এ আদেশ দেন। গত ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার ৩ দিন এবং মাদক মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ১২ অক্টোবর আদালতে হাজির করা হলে সিএমএম আদালত রাকার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে একটি মুঠোফোন, একটি পাসপোর্ট ও আইস নামের মাদক জব্দ করা হয়। এরপর রাকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যাব। র্যাব জানায়, বিদেশে অবস্থানকারী একটি চক্র দেশে থাকা এজেন্টদের যোগসাজশে ভার্চুয়ালি রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে, এমন বিষয় র্যাব গোয়েন্দা নজরে আসার পর তাদের ধরতে সক্রিয় হয় তারা। সাংবাদিক কনক সরওয়ার ভাইকে সাহায্য করতে এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন রাকা।