বুধবার ● ৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: শ্রদ্ধা, ভালোবাসা ও স্মরণে ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। আজ বুধবার সকালে শহরের টাউনহলের সামনে চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করেন জেলা আওয়ামীলীগ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। পরে যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পন করা হয় জেলের ভেতর হত্যা শিকার জাতীয় এ চার নেতার প্রতিকৃতিতে। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ,জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরীফ ও ছবির হোসেন, ছাত্রলীগ সভাপতি আল মাহামুদ মধু, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। পরে শহীদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।