বৃহস্পতিবার ● ৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » ৪১১ জন কার্ডধারী ভূয়াছড়ি গুচ্ছগ্রামে রেশন পেয়ে আনন্দিত
৪১১ জন কার্ডধারী ভূয়াছড়ি গুচ্ছগ্রামে রেশন পেয়ে আনন্দিত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়ি বাঙালী গুচ্ছগ্রামে ৩ডিও আতবের পরিবর্তে সিদ্ধ চাল পেয়ে ৪১১ কার্ডধারীর মাঝে দেখা দিয়েছে খুশির আমেজ।
গতকাল বুধবার ৩ নভেম্বর সকাল থেকে প্রতি কার্ডধারীর অনুকুলে বরাদ্দকৃত ৩ডিও রেশনের চাল ১০৭.৮৪কেজি ও গম ১৪৭.২৯কেজি করে বিতরণ শুরু হয়েছে।
বিগত ডিও গুলোতে বাঙালি গুচ্ছগ্রামের রেশনে আতব চাল দেয়ায় এ নিয়ে বাঙালিরা পড়ে চরম বিপাকে। কারণ বাঙালিরা আতব চালের ভাত খেতে অভ্যস্ত নয়। তাই অধীকাংশ কার্ডধারী সিদ্ধ চাল কিনতে আতব চাল বিক্রি করে দেয়। এতে করে রেশন কেনা-বেচার ব্যাবসার মাধ্যমে রেশন বিতরণে অনিয়ম হচ্ছে বলে অনেক এলাকায় আলোচনা-সমালোচনা শোনা যায়।
কিন্তু এবারের ৩ডিওতে আতব চালের পরিবর্তে সিদ্ধ চাল দেয়ায় এ রেশন পেয়ে গুচ্ছগ্রামে বইছে খুশির জোঁয়ার। সকলেই নিজ নিজ রেশন বিক্রি না করে ঘরে নিয়ে যেতে দেখা গেছে।
ভূয়াছড়ি অ-উপজাতীয় গুচ্ছগ্রামের সভাপতি আবু তালেব(মেম্বার) জানান, গুচ্ছগ্রামের রেশন বিতরণে ৭সদস্য বিশিষ্ট কমিটি ও ইউএনও’র প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপেন্দু চাকমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, খাগড়াছড়ি সদর এর উপস্থিতিতে স্বচ্ছতার সাথে রেশন বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
এসময় রেশন সামগ্রী বিতরণকালে ভূয়াছড়ি সাব-জোনের সৈনিক, সাবেক মেম্বার ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
গুচ্ছগ্রামের রেশন বিতরণে দায়িত্বপ্রাপ্ত সভাপতি আরো জানান, কার্ডধারীদের নামে সঠিকভাবে চাল-গম তুলে দিয়ে সুনাম অক্ষুন্ন রাখাটাই হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। এবার আতব চালের পরিবর্তে ৩ডিও সিদ্ধ চাল দেয়ায় শতভাগ কার্ডধারী স্ব-স্ব রেশন তাদের বাড়িতে নিয়ে গেছে।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৪টি গুচ্ছগ্রামে ১১৭১টি কার্ডধারী পরিবারের অনুকুলে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের চাল ও গম বরাদ্দ পাওয়া গেছে এবং স্ব-স্ব এলাকার অনুকুলে উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে।